Sunday, 24 October 2021

মনুষ্যত্ব জ্ঞানে নিবৃত্ত হয় - দিলীপ কংস বণিক।



অবক্ষয় তখনই হয়, যখন কোন মানুষ বা কোন জাতি হয় আত্মকেন্দ্রিক।
একা আমি ভালো থাকবো, একা ই সব ভোগ করবো সকল সমষ্টিক।।
অবক্ষয় নিবারণ হবে, সামগ্রিক চিন্তন যবে মানব মনে বোধোদয়।
মানবতার উন্নতি, সুখি মানব জাতি সামগ্রিক ভাবনায় উদয়।।
লেখাপড়া শিখলে ই মানুষ হ‌ওয়া যায় না, মানুষ হতে চাই মনুষ্যত্ব জ্ঞান।
মানবতার উন্নতি, বিশ্বের সমগ্র জাতি' সুখ বিকাশে থাকে যার ধ্যান।।
মনুষ্যত্ব জ্ঞানে সেই হয়েছে মানুষ, পর দুঃখে কাঁদে যাহার প্রাণ।
পর সুখানন্দে আন্দোলিত  হৃদয় সুখানুভূত সেই তো মহীয়ান।।
আত্মকেন্দ্রিক মানুষেরা হয় শোষক, লুটেরা বাজ নৃশংস।
তারা দিয়েছে মনুষ্যত্ব বলি, করে মানব কল্যাণের সকল ধ্বংস।।
মন্দির ভাঙ্গেনি নিছক, ভেঙ্গেছে মানুষের হৃদয়, ভেঙ্গেছে মানবসভ্যতা।
ভাঙ্গিলো এ সব যে জাতি প্রমত্ততায় মাতি, প্রকাশিলে তার ধর্মের নগ্নতা।।
সাজিয়াছেন যারা ধর্মগুরু, এখনো তারা করেন নি শুরু ঢাকিতে আপন লজ্জা।
সকল ধর্ম ই শান্ত হয়, হানা-হানি কোন ধর্ম নয় উড়ায়নি শান্তি' ধজ্জা।। 
মনুষ্যত্ব জ্ঞান   হয় ধর্ম পরায়ন  পালন করে ধর্মের শিষ্টাচার।
"সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" কন্ঠে ধ্বনিত বারংবার।।
নম্র  বিনয়ী  সহিষ্ণুতা  সাম্য  সত্যবাদীতা আনে মানবতার উন্নতি। 
মানবতার অবক্ষয় মনুষ্যত্ব জ্ঞানে ই ধ্বংস হয়, জাগ্রত বিবেক সভ্যতার প্রগতি।।
কলুষ, হিংসা-বিদ্বেষ করে সকল নিঃশেষ,  হয় মানবতার অবক্ষয়।
 হিংসা-বিদ্বেষ পরিহার, গ্রহি সভ্য শিষ্টাচার শিরে লভি স্রষ্টার বরাভয়।।
হে জ্ঞান দিবাকর,  তুমি চির ভাস্বর, দিনমনি জ্যোতির্ময়।
তব জ্ঞানালোক করে হৃদয় পুলক মুছে দিক মানবতার অবক্ষয়।
        

No comments:

Post a Comment