Sunday, 24 October 2021

লজ্জা - গৌতম নায়েক

  


বাহ রে ধর্ম! বকধার্মিকদের কি দারুন দেয় শিক্ষা
অসহায়ের প্রতি নৃশংস হয়, দেয় না সমব্যথা ভিক্ষা।

অসহিষ্ণুতার শিক্ষা দেয় কেবলই যে ধর্ম
হানাহানি ছাড়া গুরুর যে ধর্মে নেই কর্ম
জালিয়াতি হয় যে ধর্মে ধর্মগুরুর মূলধন
হিংসাকে যে ধর্ম করতে পারে না বর্জন
গুরুর ফাঁদে পা দিয়ে যে ধর্ম ছড়ায় সন্ত্রাস
সে ধর্মে কি আছে বাঁচার মুক্ত বাতাস?

যে ধর্ম করতে শেখায় মানবতার ধ্বংস
সে ধর্ম আদৌ কি উপর ওয়ালার অংশ?
হত্যালীলা চালাতে যেথা চলে ঘুঁটির সজ্জা
তেমন ধর্ম মানবতার চরমতম লজ্জা।
উস্কানিতে যে ধর্ম গড়ে সিঁড়ি স্বর্গে যাবার
মানুষকে যে সম্মান দেয় না, তাকে জানাই ধিক্কার!
                   ----------------

No comments:

Post a Comment