Sunday, 24 October 2021

নিহত বিবেক - অভিজিৎ ব্যানার্জী



এই বেশ আছি,
বলতে পারি না, ডুঁকরে কাঁদে মন,
আশার ছলনায়, ছুটে যাই দ্বারে
দেখি দাঁড়ায়ে শমন!

যাহা কিছু চাই, ভুল করে চাই,
যেটা হাতে পাই, পরে দেখি ছাই,
অন্তর জ্বালা ,মেটায় কোথায়?
খুঁজে চলে ক্ষ্যাপা মন।

সুখের আশায় বানিয়েছি বাড়ি,
স্বার্থ জানালা খোলা,
দুঃখের সাথে দিতে চাই আড়ি
দৃষ্টিশক্তি হয়ে আসে ঘোলা!

তবু হেঁটে চলি, অভিসার পথে
সৌভাগ্যের ,কোন আশার রথে
যদি হয় কভু ঠাঁই,
দেখি পথে পড়ে, বিবেকের মৃত লাশ
প্রেম ভালোবাসা করে হা-হুতাশ
আশা আকাঙ্ক্ষা পুড়ে হলো ছাই!

No comments:

Post a Comment