মাকড়সার জালে আবদ্ধ হৃদয়—
ততক্ষন বেঁচে আছি ! যতক্ষন মাকড়সা আসেনি তার বাসায় ।
ঘড়ির পেন্ডুলামটার মতো জীবন,
যতক্ষন চলে ততক্ষন ঠিক ।
মরু বালির বাঁধ শিখিয়ে দেয় অধিকার, তবুও সচল থাকবার-
বালী'র মতো অভিপ্রায় মাত্র।
মরীচিকার জলে স্নান করবার উদ্দীপনা, কূর্মের ডিম পাড়ার সামিল ।
মগজ ধোলাই চলছে অহরহ বিপদকে
সরবত করে গেলাচ্ছে এক শ্রেণীর গোখুরো ।তার মস্তক হেলমেটে মোড়া।
এক বিষাক্ত ধোঁয়াশার পরিমন্ডলে
পেন্টু্লামের ফিতে ধরে দাঁড়িয়ে আছি।
No comments:
Post a Comment