Sunday, 24 October 2021

নেপোটিজম - ঋজু






এই যে ছেলে ! তুই বেশতো আছিস ওনার নেপো হয়ে
ভিড়ের মধ্যে নিজের তরে সুখটা খুঁজে নিয়ে,

ও দাদা --- আরে ও দাদা শুনুন শুনুন 
ভালোই চলছে অতীত নিয়ে !!নেই কোন দুরাবস্থা!!!
পদলেহনে মত্ত আমি- না হয় হলাম খানেক সস্তা ??

এদিক-ওদিক কান দেই না- শুধু কাজটা আমি করি
বুঝলেন,আমি এদিক-ওদিক কান দেই না, শুধু কাজটা  নিজের করি--
দিনের শেষে আহ্লাদে আমি গুরুর চরণ ও ধরি!

পরের দিনে আবার মাখি- কালি  আমার মুখে
দাদা!!পরের দিনে আবার মাখি- কালি  আমার মুখে
আমার জীবন চলছে ভালোই আছি আমি খুব সুখে ।

তাই ,কাঙ্ক্ষিত ভাষা নগ্ন শরীরে করে গেছে শুধু নৃত্য
দিনের শেষে পরিচয় মোর পা চাটা এক ভৃত্য ।

কি বলেন ? ভৃত্য?? পরিচয়টা বড্ড ভালো শুনে হলাম আপ্লুত!
দেখছি ,তোমার ন্যায় নীতিবোধ একেবারে যে হয়েছে গত।

দাদা!!! আমি দাঁতের ফাঁকে আটকে থাকা এক টুকরো খানি মাংস
বারবার সেথা খেয়েছি খোঁচা তবুও -ছাড়িনি আমার অংশ..
বুঝলেন, তবু ছাড়বোনা আমার অংশ।

তাই ,ওই খানেতে হারিয়ে ফেলেছি আমার লেখার ছন্দ
কলম ভেঙেছি বারবার আমি ভুলে গেছি ভালো-মন্দ,

আমার চিন্তা লোভের বশে- চুপিসারে রাখি বন্ধক
তাই আধার আমার বড্ড প্রিয় -ভয় করি দিবালোক!

হৃদয় আমার স্বপ্নে ঠাসা -আসলে কর্মবিমুখ
তবু স্বল্প সময়ে সুখের পরশ -পেতে আমি  উৎসুক,

গুরুর দেওয়া তিরস্কারও সিক্ত করেনি স্বার্থ
বুঝলেন,গুরুর দেওয়া তিরস্কারও সিক্ত করেনি স্বার্থ
ক্ষতি কি আছে? সত্তা বিলিয়ে -না হয় পেলাম কিছুটা অর্থ!!!

তাই ,দিনের শেষে সবাই নেপো এই জীবন যুদ্ধ টাতে
তাই দিনের শেষে ! সবাই নেপো এই জীবন যুদ্ধ টাতে
আমার গুরু সেও নেপো -অন্য কোন পাতে।।

                              

No comments:

Post a Comment