তোমার রুপে বিশ্ব সারা,
তোমার রুপ দেখে আমি শিরহিত।
তোমার রূপ আমি বারে বারে দেখেছি,
সেই রূপে রূপে তুমি রূপায়িত।
প্রতিক্ষণে তোমার রুপের ঝলকে,
এ বিশ্ব মোহিত।
যে রূপ মনমোহিনী,
সৌন্দর্যের ধারা অব্যাহত,
তোমার রূপের আকর্ষণ,
হৃদয় গভীরে।
আমি আজ নির্বাক,
তোমার রুপের ঝলকে।
সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি,
তোমার সৃজনশীলতা আর কৃষ্টি।
তাই তোমার রূপ,
দেখতে চাই বারে বারে।
তুমি বিরাজ করো,
আমার পদ্ম কাননে।।
No comments:
Post a Comment