Thursday, 27 May 2021

জীবনের মানে - কনিকা রায়




জীবন মানে যুদ্ধ ক্ষেত্র!
জীবন মানেই লড়াই!!
তবুও মানব, এ জীবনে কেন করো বড়াই।

জীবন মানে ভাঙ্গা-গড়া!
জীবন মানেই দুঃখ সুখের অজশ্র আনা গোনা!!
তবুও এ জীবন ছেড়ে পালাতে পারবে না।

জীবন মানে কালবৈশাখী!
জীবন মানেই ঝোড়ো হাওয়া!!
জীবন তবু যায় না তোকে,
একটু ও ফাঁকি দেওয়া।

জীবন মানে প্রতিযোগিতা!
জীবন মানেই মান অভিমান!!
হে মানব তুমি যাচ্ছো কেন ভুলে এ জীবন যে 
ভগবানের-ই দান।
---------------------------------------

No comments:

Post a Comment