উন্মত্ত ব্রিটিশ শাসন কলমেই ছারখার
এক বৃন্তে মুসলিম আর হিন্দুতে একাকার।
আগুন জ্বলেছে সাধারণ বুকে স্বাধীন হবার নেশা
কারার ঐ লোহার কপাট ভেঙে খানখান দশা।
গরীবের পেট গরীবের ছেলে খাওয়া ছেড়ে দেশ বোঝে
ঘরের নারী নির্যাতনের যবনিকা হল যুঝে।
কবির ভাষায় বাধা আসে আর ভারতের গানে জয়
টিকি দাড়ি নিয়ে গবেষণা তার কবি দুর্বার, নির্ভয়।
এপার ওপার বাংলার বুকে স্বাধীনতা 'ভাতজল'
নজরুল তার কান্ডারী আর দেশের মানুষ বল।
No comments:
Post a Comment