হঠাৎ এক ক্লান্ত রাতে,ব্যর্থতাই লাঙ্গল দেয় সেই জীবনের অক্ষম জমির। বহু প্রান চলাফেরা করে স্তব্ধ বিকেলের সেই মলিন হাওয়া খেতে খেতে। সবুজের ক্ষেত, স্বপ্নের বিজ্ঞাপনে নিয়ে আসে উদবাস্তু অরাজকতার পতঙ্গকে। কেটে দেয় যাবতীয় বন্ধনের উন্মুক্ত আবরণ। একাগ্রতার একলব্যে বারবার কেটে যায় আঙুল, ছলনার ছিদ্র দিয়ে আসে সিংহাসনের জারজ ধুমকেতু।
এই জীবন হিরোশিমা নয়, নয় চক্রান্তে আটকে যাওয়া বিপ্লবীর অন্তর্জাতিক অনুসন্ধান।বাস্তবতার বিদেশী অস্ত্রাগার ভেঙে দেয়, দুই কাধে পৃথিবীর ওজন বওয়া শরীরের আকশগঙ্গাকে।ধুলোর জমিতে আসতে দেয়না স্বর্গের শিড়ি।
মাটির ঘরেই সুখের পৃথিবী,পাশের পুকুরের শ্যাওলা জলে কাব্যের নবজাগরণ। বিশ্বের বিশ্বাস ভেঙে শ্বাসকষ্ট শুরু হলে,হিংস্র বিপ্লব নিয়ে আসে শতাব্দীর ধ্বংসাত্মক আক্রমণ।
রাবণ তবুও রাক্ষস নয়, রামের রাশিতেই জন্ম।
রাশিয়া কিমবা আমেরিকা কিন্তু তার দেশ নয়,এই মাটিতেই আসুক দক্ষতার মুদ্রাহীন সাবলীল উন্নয়ন। খেতে দাও এ জগত সভায়,পাকস্থলী ক্রমশ পাকিস্তান।
এই মহামারী আসল মৃত্যু নয় আমাদের, একাগ্রতার যদি হয় অন্তিম অবসান।
@ দক্ষিণ দিনাজপুর
No comments:
Post a Comment