যাই সত্য, তাই রক্তের প্রবীণ জমাট বাঁধা অশ্রুর গলায় ক্যান্সার হয়ে দাড়ায়। তোমার গ্লানির এক ভেঙে যাওয়া গ্লাসে, বরফ খোঁজে মরুভূমির তপ্ত বাতাস। উল্লাসের অর্ধেক আয়োজনে সিংহাসনে ধস নামে, অঙ্কের ওজন শূন্য মাধ্যাকর্ষণে দাড়িয়ে থাকে। একের পর এক দেহ কাটতে কাটতে সে রাবণ হতে চায় এবং সেই দেহ সারিসারি সাজিয়ে পৌছাতে চায় স্বর্গে।শতাব্দীর ধূসর পাচিলে, সবুজের মৃত্যু সৃষ্টি করে নিরাশার মরুসাগর। তবুও স্বপ্নে আসে দূরের সবুজ গ্রাম,অল্প আলো, সাথে জং ধরা ভাঙা সাইকেল আর মনের দীর্ঘ অঞ্চল জুড়ে স্থাপিত এক দেশ।
যেখানে সত্যঅন্বেষণে খসে পরে তারা,দুর্নীতির ড্রেনে ছড়িয়ে পরে বিষ। উন্মুক্ত আঙ্গিনায় ফুল ফোঁটে হাজার, যেইদেশে আলোকেও সাজতে হয় একমাত্র বিস্ট।
বালুরঘাট
No comments:
Post a Comment