সাম্যের গান গেয়েছো তুমি,
নিপাত করেছো জাতের লড়াই।
ধর্ম নয়,মানুষ বড়,
এই হোক জাতের বড়াই।
হিন্দু না ওরা মুসলিম,আলাদা করে দেখনি তুমি।
সবাই মোরা ভারতবাসী,
ভারত মোদের মাতৃভূমি।
এই ছিল তোমার গান,
আশীর্ব্বাদ কর কবি,
আমরা যেন রাখতে পারি,
তোমার কাজের মান।
তপন, দক্ষিন দিনাজপুর
-----------------🙏-----------------------
No comments:
Post a Comment