Tuesday, 25 May 2021

"এ সত্য আসল নয়" -- ইমন দত্ত



এই পৃথিবীর শূন্য গহ্বরেই  লুকিয়ে থাকে ব্রহ্মাণ্ডের রাজনৈতিক ওজন। চোখের পাতার নেশার মন্ত্র, মন্ত্রীর মুদ্রা ছাপে। ব্লেডের তীক্ষ্ণতা 
সব জনঘনত্ব মুছে দেয় কশাই সেজে। তোমাদের  
স্লিপিং পিল শেষ করে প্রেমের আচ্ছাদন। হৃদয়ের বটবৃক্ষে আর পাখির বাসা দেখা যায়না,আর আশ্রয় দেবেনা সে স্বার্থপরায়ণ বোবাদের। ধৃতরাষ্ট্র রাষ্ট্র, বারুদ আনে জাতির বিভিন্ন বাড়িতে। তবুও নিদ্রাহীন পেঁচা পরমাণু ছুড়বে তোমার বিল্ডিংগুলির দেহে। ভায়োলেন্স, শান্তির পায়রা সেজে উড়ে বেড়ায় আকাশ বাতাসে।উড়োজাহাজের অন্তর্ধান চক্রান্তে, ক্ষেতে লাগায় আগুন। নক্ষত্রের মিছিল থমকে যায় তপ্ততায়। আকাশে বাজেনা আর বসন্তের বাঁশি। 
শীতেই শেষ মৃত্যু, এই সত্যের। 
রঙের ডাইমেনশন হয়ত আসল Enlightenment নয়।


বালুরঘাট, দক্ষিন দিনাজপুর 

No comments:

Post a Comment