Sunday, 22 March 2020

কবিতা

"করোনা হতে মানুষ বাঁচুক" 
           ----বিজয় সরকার 


বিশ্বজুড়ে আজ করোনা মহামারী
গ্রাস করেছে মানবজাতি, 
মৃত্যু মিছিল চলছে বেড়ে 
কেউ জানে না থামবে কবে? 

ধর্মভেদ, জাতিভেদ.........
করোনা ভাইরাস করে না 
সর্ব শরীর গ্রাস করে
কারো বারণ শোনে না। 

মৃত্যু ভয় কাকে বলে............? 
আজ মানুষ বুঝছে হাড়ে হাড়ে। 
মানব জীবন বাঁচাতে চাইলে 
বন্দী থাকো আপন ঘরে,
নিজের সতর্কতা নিজে নিলে 
করোনা ছড়াবে না মানুষে-মানুষে।।  

সবে মিলে করো প্রার্থনা 
করোনার মোকাবিলা করছে যারা 
বাঁচুক তারা বিশ্বজোড়া। 

 বিশ্ব বাজার অর্থনীতিতে
আজ বড় ধস নেমেছে,  
মানুষের যা কিছু ছিল আস্ফালন 
করোনার আতঙ্ক সবই গ্রাস করেছে। 

মানুষ শুধু আজ বাঁচতে চায় 
করোনা হতে চীরতরে মুক্তি চায়। 
আজ মানুষ, বাঁচুক, বিশ্ব বাঁচুক 
নির্মূল হোক করোনা। 

মোরা সবাই মিলে সতর্ক থেকে
করি করোনার মোকাবিলা।
গড়ব আমরা নতুন ইতিহাস
সচল রাখব মানব সভ্যতা।।

Copyrights@ Bijoy Sarkar 
Date: 22-03-2020 
 ****************************************
Bijoy Sarkar 
Poet & Writer 
Raiganj, West Bengal, India 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

No comments:

Post a Comment