Saturday, 28 March 2020

কবিতা

"এ কেমন বসন্ত"        
        ---ক্ষমা কংসবনিক 
         
          এ কেমন বসন্ত? 
 রঙিন প্রেমের আভাস তিক্ত করণ যেন!
 ভাবনায় এত আতঙ্ক আজ কেন? 
 মনোরম কোকিলের ডাকে নেই কেন আনন্দ? 
 এ কেমন বসন্ত? 
 লাল পলাশের ভ্রমরের ছোঁয়া, 
 দেখেও চোখ আনমনা|
 রঙিন খামে মোড়া ভালবাসার কথোপকথন, 
 আজ আর ভালো লাগেনা|
 বন্দী চারদেওয়াল লাগছে আজ শুধু মন্দ, 
 জানি চারটি দেওয়াল আমারই গাঁথা মালা, তবু জীবন খোঁজে  না ছন্দ |
 আজ এ কেমন বসন্ত? 
 রংবেরঙের পাখির গান, 
 বাতাসে ভাসে বসন্ত|
 ভয়াবহ দিন মুখোশে ঢাকা বন্দী শরীর, 
 এ কেমন বসন্ত? 
 শান্ত আজ পথ, ঘাট, অজস্র মানুষের কোলাহল |
 নিঃশব্দ পৃথিবী আজ, বুঝি বিধাতা করছে ছল |
 এ কেমন বসন্ত? 
 যেখানে বন্দি শিশু খুশির অন্তরালে ফেলছে চোখের জল !
 যেখানে প্রাণহীন মানুষের লুপ্ত মনোবল |
 আজ এ কেমন বসন্ত? 
 বসন্ত পরিণত আজ এক বিষাক্ত ভাইরাস, 
 করোনা নামে পরিচিত আজ আমাদের বসন্ত ঋতু রাজ |

Copyrights@ K Kangsabanik  
**************************************

 শ্রীমতি ক্ষমা কংসবনিক 
কবি ও লেখিকা 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

1 comment: