"নিজের খেয়াল রেখো"
©অর্পণ বসাক
তারপর কালকের খবরের কাগজে বড় বড় হরফে লেখা --
"গোটা বিশ্ব কে মুক্তি দিলো করোনা।"
ইতালি, চীন, ভারত সবার স্বস্তির নিঃশ্বাস। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ,
ইউনিভার্সিটিতে আবার পঠন পাঠন শুরু হবে। প্রধানমন্ত্রী মন কী বাত এ এসে বলবে মেরে পিয়ারও দেশবাসী.
না! না! কল্পনা নয়। এ সত্যিই একটা মীরাক্কেল। সত্যিই এ আগামীর ভালো থাকার উৎসবের এক আগাম প্রস্তুতি।তার আগে এ কয়টা দিন প্রিয় পৃথিবীকে ভালোবেসে দেখো, শিক্ষা নিয়ে দেখো প্রাশ্চাত্য দেশগুলি থেকে।
এতদিন ইতালির গল্প শুনছি। এক এক করে আমাদের দেশেরও ,এবার রাজ্যে। হম মৃত্য হানা দিয়েছে,বাতাসের সেই অণুজীব শুনছে না কারো কথা, মানছে না বাধা নিষেধ।যেখানে সবাই লক ডাউন হওয়ার কথা বলছি সেখানে গায়ে বাতাস লাগিয়ে ঘুরছি এখনো। আমাদের উদাসীনতার ছবি ফেসবুকে ভাইরাল করছি আর কিছু লোক তাতে হাহা রিয়াক্ট করছি। শিল্পের শহর ইতালিকে দেখে শিখছি কই? যেখানে মৃত্যুর কাছে হেরে যাচ্ছে জীবন,যেখানে ডাক্তার নার্সদের নিরলস পরিশ্রমও ব্যর্থ হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে হৃদস্পন্দন ঠিক সেখানেই আমরা বোধয় মহামারীর ইতিহাস লিখতে যাচ্ছি। ভয় হচ্ছে না বরং গায়ের জোরে নিজেরাই একেকজন ডাক্তার, বিজ্ঞানী, কিংবা বুদ্ধিজীবী হয়ে গেছি।
আপনার তো ঘর আছে। কিন্তু ভাবুন তো যাদের ঘর নেই দোর নেই, তাঁদেরও তো বাঁচার অধিকার আছে। একবার ভাবুন তো ,আপনি একদিন তো মরেই যাব বলেই বাইরে বের হলেন, আর অপনার জন্য কেনই বা ডাক্তার নার্স বা সরকার নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা করবেন? কেন করবেন? আর যদি নিতান্তই মরতে চান প্লিজ নিজে ঘর থেকে বেরিয়ে পথশিশুদের ভবঘুরেদের নিজের ঘরটি ছেড়ে দিন।
ইতালিতে যেমন কবর খোঁড়ার লোক নেই, প্রিয়জনকে ছুঁয়ে দেখার সাধ্য নেই, প্রেমিকের চোখের জল মোছার জন্য মায়ের মত সেই প্রেমিকাটিও নেই। আসুন না একবার প্রতিজ্ঞা করে দেখি
এই জন্মভূমিকে আমরা শ্মশান হতে দেব না......
এই জন্মভূমিকে আমরা মৃত্যুর স্বর্গ রাজ্য বানাবো না.........
এই ভারতবর্ষকে অণুজীবের আঁতুরঘর বানাবো না.....
তারপর সবাই একসাথে গলা মিলিয়ে গাইব জন গন মন.........।।
Copyrights@ A Basak
****************************************
শ্রী অর্পণ বসাক
লেখক
গঙ্গারামপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
-------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment