"আর্তনাদ"
--অহনা রায় চৌধুরী
-কাল তোঃ বিয়ে হয়েই যাবে, আজকের রাতটা তোমার পাশে শুতে দাও, প্লিস !
-না, একদম না !
-প্লিস, দাওনা !
-না, আমি চাইনা, বিয়ের আগের, রাতটা তুই আমার পাশে নার্সিংহোমের বেডে শুয়ে কাটাস !
-ডাক্তাররা পারমিশন দিয়েছে তোঃ, তাহলে !
-ওরা ডাক্তার, আমার শেষ কেমো টানার যন্ত্রণার দৃশ্য তুই সহ্য করতে পারবি না !
-ডাক্তাররা পারমিশন দিয়েছেন তোঃ !
-ওরা ডাক্তার, আমি মা.... তুই সুখী হস, অনুপম কে আমার আশীর্বাদ দিস, আর তোর গর্ভে যে আছে, তার নামের প্রথম অক্ষর যেন আমার নামের প্রথম অক্ষরটাই হয় !!
-মা, মা ও মা....
(চিরসম্পদ হারানোর আর্তনাদের কান্নাতে, ভরে উঠল নার্সিংহোমের কেবিন... পরেরদিন বাজলো সানাই, শাঁখ, হলো সিঁদুর দান, হলো অনুপম আর ঈশার বিয়ে )
© Ahona Roy Chowdhury
শ্রীমতি অহনা রায় চৌধুরী
লেখিকা
হুগলি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
-------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
Excellent excellent
ReplyDelete.... after a long day touched my my mind something