"সচেতনতা"
--জয়দেব বেরা
চাই একটু শুধু সচেতনতা,
চাই একটু শুধু সতর্কতা;
আমার-তোমার-তোমাদের-
সবার একটু সচেতনতা,
বাঁচাতে পারে সমগ্ৰ এই বিশ্বকে।
পুরো পৃথিবীটা আজ -
করোনা ভাইরাসের আতঙ্কের খাঁচায় বন্দি।
সমগ্র মানবসমাজও আজ গৃহ বন্দি।
চারিদিকে শুধু শোনা যায় ,
করোনা ভাইরাসের আতঙ্কের কলরব।
এই বিশ্বটা আজ যেন ভরে গেছে;
মানুষের লাশের পাহাড়ে।
ক্রন্দনরত পৃথিবীটা ! পুরো আবৃত-
হয়ে গেছে কবরের সাম্রাজ্যে।
কোথাও নেই একটুকু প্রানের
স্বস্তি নেওয়ার জায়গা।
চারিদিকে শুধু ভাইরাসের হাহাকার ও আতঙ্ক।
তাই বলবো, এসো এই ভাইরাসকে রুখতে সবাই হই একটু সচেতন ও সতর্ক।
তাহলেই, এই মানব সমাজ,
দেখতে পাবে একটু বাঁচার আশার আলো।
**************************************
শ্রী জয়দেব বেরা
কবি ও লেখক
পূর্ব মেদিনিপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
-------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment