"তৃষ্ণার্ত জীবন"
--রাজীব মিত্র
কুঁড়েঘর ঘর থেকে অট্টালিকা শেষ করেও
মিটছে না খিদে -
এদিকে চায়ে ভেজা বাশি রুটি চিবোতে চিবোতে
হিসাব মেলেনা আধ পেটা জীবনের।
রাতের চাঁদটাও বেইমানি করে ঝুঁকে থাকে।
মৃদু জোছনায় খেলায় মত্ত দুটো নগ্ন শরীর !
নিভে আসা লম্ফের আলোয় পাঞ্জাবির ছেড়া
খোঁজে মাষ্টার মশাই।
ভেবোনা চার দেওয়ালটায় বাঁধা আমি
ঠিকানা আমার পৃথিবী জুড়ে ।।
Copyrights@ R Mitra
**************************************
শ্রী রাজিব মিত্রব
কবি ও লেখক
-------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment