কবি পরিচিতি : আমি মোহন হালদার। ১৯৯৩ সালের ২০ই এপ্রিল, মালদা জেলার অন্তর্গত পাবনাপাড়া নামে এক অপরিচিত গ্রামে আমার জন্ম হয়। পিতা রাজেন হালদার ও মাতা রাজেশ্বরী হালদার।
প্রাথমিক শিক্ষা শুরু কিসমত সুলতান পুর নামক ছোট্ট বিদ্যালয় থেকে। তারপর দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া চলে আমাদের নিকটস্থ আলাল উচ্চবিদ্যালয়ে। তবে আমাদের সময় থেকেই আলালের বিদ্যালয়টি উচ্চবিদ্যালয় হিসাবে স্বীকৃতি পেলেও আমার শিক্ষা হয় সামসী উচ্চবিদ্যালয় থেকে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্নাতক পাঠ হয় আমার গাজল মহাবিদ্যালয় থেকে। যথারীতি স্নাতকোত্তর পাশ করি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে তবে বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইতিহাস বিভাগের গবেষণারত। তবে লেখার অনুপ্রেরণা এসেছিল মাধ্যমিক পাশ করার আগেই কিন্তু ধীরে ধীরে তা হারিয়ে যায় কিন্তু উৎসাহ হারিয়ে যায়নি। তাই আবার নিজের অভ্যাস তৈরি করেছি। তবে কিছু ভাই বোনের অনুপ্রেরণায় লেখা শুরু করেছি। কিন্তু "ভয়েস সাহিত্য ম্যাগাজিন" এ আমার লেখার প্রথম প্রকাশনা।
--------------------------------------
অপরিচিতি
হঠাৎ দেখা তোমার সাথে
ঐ আম্রবৃক্ষের তলে
তখন তুমি আমার কাছে
ছিলে অপরিচিত।
তোমায় দেখি লুকিয়ে আমি
ক্লাসের ফাঁকে ফাঁকে
তখন তুমি বোঝো নি আমায়
তখনও অপরিচিত।
দিন চলে যায়, রাত চলে যায়
খোঁজো নি তুমি আমায়
অপরিচিত আমি তাই।
বার পনেরো তাকাই আমি
তোমার ভ্রুক্ষেপ নাই কারণ আমি তোমার
অপরিচিত তাই।
যখন তুমি অন্যের হলে
খুঁজলে না আমার হাত
কারণ আজও আমি তোমার
অপরিচিত তাই।
-------------------------------------
আঁখি
তুই হলি ভালোবাসা
তোর মাঝে কত রাগ
তোর মাঝে লুকিয়ে রাখা
কত যে অভিলাষ।
মিথ্যা যতই বলুক লোকে
তুই বলে দিস সত্য
মিথ্যার কাছে কখনোই মাথা নোয়াতে নোস বাধ্য।
তোর ঐ নরম চাহনিতে
অনেকে জোয়ারে ভাসে
তোরই পানে চেয়ে আবার
কত জনই না ফাঁসে।
তবুও তুই নিষ্পাপ শিশু
নেই কো কোনো ভুল
তোর মাঝেতেই লুকিয়ে আছে
কত ভালোবাসার ফুল।
Copyrights@ Mohan Haldar
---------------------------------------------
No comments:
Post a Comment