কবিতা
--------
কবি পরিচিতিঃ বিবেক পাল ( জন্ম ১৯৬২ সালের ২ রা ফেব্রুয়ারী ) । স্কুল জীবন মাধ্যমিক পর্যন্ত শিলিগুড়ি নীলনলিনী বিদ্যামন্দির তারপর শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে কলা বিভাগে দুই বছরের ছাত্র জীবন ।
নবম দশম শ্রেণীতে পড়ার সময়েই পত্রিকা প্রকাশনা , অন্ত্যাক্ষরী , আবৃত্তি , নাটক এসকল বিষয়ে ঝোঁক । নাটকের প্রতি ভালােবাসা জন্মে পাড়ার ক্লাবে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনে অংশগ্রহনে ।
নাটকের মূল হাতেখড়ি শিলিগুড়ির নাট্যসংস্থা " মিলেমিশে " র হাত ধরে । শিলিগুড়ির " মুক্তমঞ্চ এর জন্মলগ্ন থেকে তার সাথে পথচলা , পাড়ায় " মুক্তমঞ্চ " গড়ে তােলার কর্মকান্ডে নিজেকে জড়ানাে । পাড়ার ক্লাবের দেওয়াল পত্রিকায় ( খেলার ছলে ) প্রথম লেখা।তখন সপ্তম শ্রেণীর ছাত্র । এরপর দুর্গোৎসবের সময় পাড়ার ক্লাব এবং অন্য ক্লাবের স্মারক পত্রিকায় কবিতা লেখা । বেশ কিছু লিটিল ম্যাগাজিন এ কবিতা প্রকাশিত হয়েছে । আমার ডাকনাম " বিবেক "
আমার ডাক নামব বিবেক" - এই নামই আমার লেখায় নাম হিসাবে ব্যবহার করি ।
আমার সমস্ত লেখায় ( অবশ্যই কবিতা ) খেটে খাওয়া , নির্যাতিত শ্রেণী ই প্রতিনিধি ত্ব করে ----
অন্যকিছু নয় , ছেলেবেলা থেকেই আর্থিক প্রতিকুলতায় বেড়ে উঠেছি।সমাজের বৈষম্য দারিদ্র , নিপীরণ , ক্ষুধা এসকল প্রত্যক্ষ করেছি খুব কাছ থেকে । তাই তারাই এসে যায় লেখার সময় কলমের মুখে , ভাষার ছন্দে , জানি না কবিতা কতটা হয় --- কবিতার নিয়মে । সত্যের খাতিরে বলতেই হয় ---
প্রচুর পড়াশােনা না করলে লেখালেখি করা কঠিন --- সেক্ষেত্রে আমার ভাড়ার শূন্য । ভালােবাসার তাগিদে কলমপেষা । বর্তমানে ছােট একটি ইলেকট্রিকের ব্যবসা করি । স্ত্রী ও দুই পুত্র নিয়ে সংসার ।
আমার প্রিয় কবিগন --- রবীন্দ্রনাথ , নজরুল , সুকান্ত , অচিন্ত্যকুমার সেনগুপ্ত , সুভাস মুখােপাধ্যায় , বীরেন্দ্র চট্টোপাধ্যায় , রাম বসু , মনিভূষণ ভট্টাচার্য , সরােজ দত্ত , সব্যসাচী দেব নবারুণ ভট্টাচার্য সমীর রায় , সৃজন সেন , নাজিম হিকমত , পাবলাে নেরুদা , শামসুর রাহমান , জয় গােস্বামী হিকমত , পাবলাে নেরুদা , শামসুর রাহমান , জয় গােস্বামী আরাে অনেকে । ভালােবাসার কণ্ঠশিল্পী কবীর সুমন , অঞ্জন দত্ত , মৌসুমী ভৌমিক।
---------------------------------------------------------------
ব্যর্থতা
ঝরে যাওয়া রুদ্র পলাশের মতন জীবন থেকে রূপ রস , গন্ধ ম্লান হয়ে ঝরে গেছে অর্থাৎ তারা সকলে অনুপস্হিত আমার এ' জীবন - তরনীতে ।
নির্বাসন চায় এমন গার্হস্হ্য জীবন থেকে । আমার বােধ , আমার অক্ষমতা প্রতিনিয়ত আমায় কুরে কুরে খাচ্ছে । ঘুণপােকার মতন ।
সূর্যের উন্নতা , চাদের অম্লান হাসি ঘন অরণ্যের সবুজ আলিঙ্গন , ধানশীষের। দুধ বহমান নদীর স্নিগ্ধ জল --- সবকিছুই- দু'হাত পেতে নিতে অযােগ্য আমি ভীষন কুণ্ঠিত নীরব ব্যথায় গুমরে মরি অবিরত ।
জীবনের জটীল রসায়ন পারিনি করতে অধিগত আমার অক্ষমতা মাপ করবেন সুধীজন ।
বেদনার রঙ মাখানাে জীবন নির্বাসিত হােক মাের যাপনে।
-------------------------------------------------------------
আহত
আমি সমুদ্র স্নানে যাইনি কখনাে তাই হয়নি ভাসা নীলের অতলে হয়নি হাঁটা নােনা বালি সৈকতে হয়নি দেখা মেঘবালিকাদের --- ঝর্ণা হয়ে ঝরে পড়া নীল জলে ।
মনের জানালা দিয়ে দেখি --- নীল আকাশ টাকে । ঘন গভীরে আলাে আঁধারিতে নক্ষত্রদের গভীর আলাপন জীবনের প্রতিক্ষনে ।
গভীর আঁধারের বুকে হলাে না হাঁটা জীবনে --- প্রান্তজনের ব্রাত্যজীবন প্রাঙ্গনে ।
সজল সন্ধ্যাতারার মতন জ্বলে সদাই বেদনা ; যাওয়া হলাে না -- সাগর স্নানে।
--------------------------------------------------------------------
লকডাউন --- ১
স্বপ্নজড়ানাে চোখের তারায় --- লুকিয়ে রাখা -- এক সমুদ্র কান্না কখনাে ঝরে না , নিজের জন্য একা !
ধরার বুক জুড়ে ঘন আঁধার --- বেঁধেছে বাসা " করােনা'র " হাত ধরে । বহুযুগ ধরে -- বুকের আঙিনা মােদের --- চৈত্রের আকাশ ------
শীতল নীরবতায় পূর্ণিমার সােহাগী --- রাতে , চাদের তরল কান্না - ও মেঘের আড়ালে ঝরে ।
সূর্যের প্রখর তাপে পুড়ে চামড়া অবর্ণনীয় আঁধারের নাড়ী ছিড়ে ওরা পথ ভাঙছে -- মাইলের পর মাইল পরিযায়ী শ্রমিকের লেবেল এঁটে !
যন্ত্রণা বেদনার আঙিনায় শব্দেরা --- জন্ম নেয় তাজা বারুদ হয়ে , আগুন জ্বালাতে পুঁজির বাসরঘরে ।
পথ খুঁজছে পথহারা
রাতে , চাঁদের তরল কান্না - ও মেঘের আড়ালে ঝরে ।
সূর্যের প্রখর তাপে পুড়ে চামড়া অবর্ণনীয় আঁধারের নাড়ী ছিড়ে ওরা পথ ভাঙছে -- মাইলের পর মাইল পরিযায়ী শ্রমিকের লেবেল এঁটে !
যন্ত্রণা বেদনার আঙিনায় শব্দেরা --- জন্ম নেয় তাজা বারুদ হয়ে , আগুন জ্বালাতে পুঁজির বাসরঘরে ।
পথ খুঁজছে পথহারা উৎকণ্ঠিত সাম্রাজ্যবাদীরা তখন ই হলাে লকডাউন আতঙ্ক করে হাতিয়ার
ম্লান আকাশের বুক চিরে আলাের ঝলকানি এসে --- দাঁড়ায় সময়ের আঙিনায়।
--------------------------------------------------------------------
No comments:
Post a Comment