Wednesday, 29 July 2020

কবিতা : মিমি পাল

 কবি পরিচিতি : মিমি পাল।  
পিতা - শ্রী ভানু চরণ পাল
মা - শ্যামলী পাল
আমার জন্মস্থান -ধূপগুরি 
জেলা - জলপাইগুরি
বর্তমান বাসস্থান - বানার হাট
জেলা - জলপাইগুরি
কবি বললে ভুল হবে কারণ আমি কবিতা লিখি হঠাৎ। হঠাৎ ছবি আঁকতে ইচ্ছে হলে ছবি আঁকি, কোনো কিছুই স্থায়ী নয়। 

আমার নিজের লেখা এখন পর্যন্ত মাত্র ১২ টা। তাই নিজেকে কবি বলতে বিবেকে বাধে। আমার মা এর লেখা অনেক কবিতা রয়েছে। আমি কবিতা বলতে খুব ভালোবাসি। যেমন মুনমুন ব্যানার্জী, ব্রততী বন্দোপাধ্যায় ওনাদের সুরে।


-------------------------------------------------------------

বিশ্বাপিতার আর্তনাদ


মনে হচ্ছে কালো তুফান  ছুটে আসছে ধেয়ে
কি বিশ্রী তার রূপ।
সাবধান হও  এখনও ,করছি না বিদ্রুপ ।।

দেখছো না চারিদিক কেমন থমথমে ।
যেদিকে তাকাই, ঝরা পাতার শব্দ ছাড়া কিছুই দেখি না সামনে।

শব গুলো সব স্বজন হারা, ঠিকানা বিহীন যাত্রা।
হা করে আছে শকুনের দল , কান্নার নেই মাত্রা। 

জানি না কোন দিকে মোড় নেবে এই মহামারী।
বিশ্বপিতা রুষ্ট হলে , নয়ন হতে ঝরবে বারি।

এ কিসের ইঙ্গিত দিচ্ছে বিধাতা? 
চেনা সঙ্গ অচেনা করে লিখতে বসেছি কবিতা।

সবাই কেমন অচ্ছুত হলাম , তাই না ?
এই দিনও দেখতে হবে ভেবেই কুল পাই না ।

এখন শুধু একলা বসে দিন গুনছি  হাতের করে।
বিপদ যেনো  শুধরে গিয়ে সবাই ফিরি ঘরে।

চেয়ে দেখো, বিশ্বপিতা কাঁদছে কেনো ওরে?
বলছে বুঝি, ভাবিস না তোরা , আবার আসবো ফিরে। 

না না ,এসব কথা শুনবো না , যেতে দেবো না, দোহাই তোমার ।
সবাই আমরা মেনে চলবো নীয়ম বিধি , করছি অঙ্গীকার।
একটু হাসো এবার , 

শুনে  প্রসন্ন মুখে  , বললো হেসে , ,
ফিরতে যদি চাস রে ঘরে  
বিলাস বহুল জীবন ছেড়ে  সবকিছু দে উজাড় করে ।

নিয়ম বিধি মেনে চল , তবেই বাঁচবি শেষে।
ভয় পাস না , আমি তো  আছি  পাশে ।

তাই বলছি সময় আছে । এখনো হও সাবধান ,
যদি চাও সমাধান
আমাদের স্বপ্নের দেশ , হয় না যেনো নিঃশেষ।  

------------------------------------------------------------

নীল দিগন্ত

ওই দেখা যায় ,
সীমাহীন, অনন্ত, অসীম মিলন ক্ষেত্র।
যেথায় মিলিয়াছে বারিধি 
মিলিয়াছে নীল নভঃ।
সেই খানে যাইবো আমি 
টুটিয়া বন্ধন,  ছাড়িয়া সব আত্মাভিমান ।
নীলবর্ণ করিবো ললাট, ঘুচাইবো তিমির অন্ধকার।
সাঁতার কাটিতে জানি নাই কভু।
নীল পাখনা দাও মোরে প্রভূ
একবার আমি ঘুরিয়া আসি , 
মিলন ক্ষেত্রে হবো পরবাসী।
জুড়াইতে মোর সকল জ্বালা,
পৌঁছাবো ঠিক অন্তবেলা ।
সুনীল আকাশ ডাকিছে মোরে , 
অপেক্ষায় রইনু সাগর পাড়ে 
গরজি উঠিছে মেঘমল্লার, 
সময় তো নাই রে পশ্চাতে চাহিবার।
সাগরের ঢেউ শুধায় মোরে, 
যাইবো কেমনে? তরী নাই ওরে !
সাগরেরে  কই,  শুধাইতে মাঝি মোল্লা কে ,
ফিরাইলে তরী কেমনে যাইবো নীল দিগন্তে?
নীলাম্বর ডাকিয়া বলিছে মোরে, 
থাকিস না তুই বদ্ধ ঘরে।
পঙ্খীরাজ করিছে বিচরণ ওই গগন পানে 
শুধাই তারে, লয়ে যাও মোরে, ওই সীমাহীন কাননে।
যেথায় মিলিয়াছে বারি, মিলিয়াছে ধরা ,
মিলিয়াছে গগন চুম্বনে।


--------------------------------------------------------------

মিলবো না কভু


তুমি যদি সকাল হও ,আমি হবো রাত্রি। 
তুমি জন্মালে আমি মৃত্যুপথযাত্রী।।
ভোরের শিশির হলে তুমি ,আমি হবো রাতের কুয়াশা।
তুমি দিলে আশা আমি দিবো নিরাশা 
তুমি যদি হও সন্ধ্যার মেঘমালা।
আমি হবো দ্বিপ্রহরে  তেজের জ্বালা।।
তুমি যদি  হও নির্মল ঝর্না।
আমি হবো অশান্ত বন্যা।।
তুমি যদি ডাকো  কোকিলের সুমধুর  ডাক।
আমি হবো বাকরুদ্ধ নির্বাক ।।
হলে তুমি ময়ুরের পেখম ।
আমি নিজেকে করবো জখম ।।
যুদ্ধে তোমার হলে জয় ।
আমি নিয়ে আসবো মহাপ্রলয় ।।
তুমি যদি হও প্রকৃতির অপরূপ সৃষ্টি ।
আমি নিয়ে আসবো কালবৈশাখী,করবো অনাসৃষ্টি।।
মায়াবী নয়নে চাইলে আমার পানে ।
ফিরাব তোমারে বিসন্ন বদনে ।।
মিলবে না কভু তোমাতে আমাতে ।
আমি যে ধ্বংস আনি শেষ করি শুরুতে ।।

-------------------------------------------------------------

No comments:

Post a Comment