Wednesday, 29 July 2020

কবিতা : শুক্লা দাস


কবি পরিচিতি : 

আমি শুক্লা দাস।  উত্তর ২৪পরগনার বাসিরহাটে থাকি। আমি কবিতা, গল্প, প্রবন্ধ লিখতে ও আঁকতেও ভালোবাসি। এর সাথে স্বরচিত কবিতা ও বিভিন্ন খ্যাতনামা কবিদের কবিতা আবৃত্তি করতে ভালোবাসি।


------------------------------------------------------------


কে তুমি নন্দিনী
          

কে তুমি অপরূপা!
মন চুরি করেছো আমার
হৃদয়ের ক্যানভাসে তোমারই ছবি
এঁকেছি আমি শতবার।

তোমার ঐ মোহিনী রূপে
আমি যে হই পাগল পারা
আমার ভালোবাসার ডাকে
তুমি কি দেবে সাড়া?

তোমাকে একবার দেখলে
মন যে ভরে না আমার
নিঃসঙ্গ মনে দাঁড়িয়ে থাকি
যদি পাই দেখা তোমার।

তুমি যে আমার অঘোর ঘুমের
মিষ্টি স্বপ্নের নন্দিনী
তুমি যে মোর বনবীথিকা
তুমিই মোর কামিনী।

তুমি যে আমার রাধিকা গো
প্রেম নিকেতনের সঙ্গিনী
তুমিই হলে মোর সর্বকালের
সেরা সুন্দরী রমণী

ওগো মোর প্রিয়তমা
আমার ভাবনার ভামিনী,
তুমি কি হতে পারো না
একটি বার, আমার অন্তর্জামিনী।


------------------------------------------------------------l

(অনু কবিতা) 


মনদর্পণে যখন দেখি
     তোমার প্রতিফলন
প্রেম সাগরে সোনার তরী
        জাগায় শিহরণ।
  কষ্টের নীল কাব্য রচেছি
         চরম বিষণ্ণতায়
     নীল বেদনারা হারায়
           দূর নীলিমায়।
    ভুলে যদি যাও আমায়
      করবো নাকো বারণ
একটি গোলাপ দিও আমায়
     যদি কভু আসে মরণ।

-----------------------------------------------------------

(অনু কবিতা) 


গোলাপী তুমি মিষ্টি হেসে
     আমায় পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাবো
       ওই দূর আকাশের নীলে,
তোমার গোলাপী ঠোঁটের চুম্বনে
             সিক্ত হয় যে মন
মাধবীলতার মতো অঙ্গে জড়িয়ে
           থাকবো সারাজীবন।

----------------------------------------------------------

No comments:

Post a Comment