প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ "চুইয়ে পড়া শুন্যতা"। আরো কয়েকটি কবিতার বই প্রকাশের জন্য প্রস্তুত।ওনার ইংরেজি কবিতা সুদূর ঘানা থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া কিছু poetry anthology তেও কবিতা দিয়েছেন। ওনার কবিতায় প্রেম ও আধ্যাত্ম বোধের অভিস্রবণ লক্ষ্য করা যায়।
------------------------------------------------
কবরের হাত
আজ তোমার বুকে ফুটিয়ে নিও কিছু মাড় ভাত
জ্বলতে থাকা খিদের ভেতর দুমড়ে আছে
এক চিলতে প্রেম।
ফুলের থেকে ফ্যানের গন্ধে
জেগে উঠছে ক্লান্ত দেহ
পৃথিবীর বিষ থেকে জন্ম নিচ্ছে মৃত্যু
আর আমি পরিযায়ী হয়ে খুঁজে চলেছি বাসা।
অনেক টা পথ হেঁটে বুঝলাম
নক্ষত্ররা ও পথভ্রষ্ট
মৃত্যুর পরিসংখ্যানে মিশছে ভয়ের খাদ
তারপর দেহের পচন
জানান দিচ্ছে বিভৎসতা।
সূর্যের জ্বালানি শেষ হয়ে গেলে
বসাতে হবে নাক্ষত্রিক অধিবেশন।
বন্দী হতে হতে গড়ে উঠবে বিন্দু
আমার পাঁজরে।
তখন বিষ আর বিষণ্ণতা মাখিয়ে
বানিয়ে দিও পিন্ড।
এই নৈঃস্বর্গীক পৃথিবীর বুকে নেমে আসছে কবরের হাত।
------------------------------------------------------------------
ইতিহাস
পৃথিবীর বুকে জড়িয়ে আছে একটি চির হরিৎ বৃক্ষ
অহরহ পত্রমোচানের সাথেই
গজিয়ে উঠছে প্রজন্ম।
আমার প্রতিটি কলা কোষে
নেচে চলেছে প্রবহমান জন্ম মৃত্যু বিপাকীয় তালে
ক্রমশ অজানা হচ্ছে নৌকার বাকল।
ভাবি, ঝড় থামলেই
গায়ে জড়িয়ে নেব চলন্ত পথ
কোলাহল মেখে শক্ত করব দাঁড়
স্রোতের বিপরীতে ভেসে যাওয়ার এক চূড়ান্ত প্রয়াশ।
তারপর আঁধার ঘনিয়ে এলে
ডুবতে থাকে একটি ছিদ্র।
আয়নার স্থির জলে চোখ মেলে মিলিয়ে নিই ছবি
সব কিছু ইতিহাস হয়ে আসে।
আমাদের পূর্বপুরুষের মূর্তি বয়ে পাতিত হচ্ছে কান্নার রোল।
---------------------------------------------------------------------
জনা নেই
বেলচা দিয়ে খুড়ে চলেছি ঝড়ের বুক
অজস্র মৃত পাখি ভেসে আসছে কান্নার স্রোতে
ভেঙ্গে পড়ছে প্রাচীন আশ্রয়
আমার উঠোনে টল মল করছে অজস্র মানুষের হাহাকার।
বারবার ছুটে আসছে সাইরেন
চোখের কোণে টপ টপ করে ঝরছে চেনা মাস্তুল।
এই বইতে থাকা মৃত্যু জানিয়ে দিচ্ছে আমাদের অসহয়াতা।
কবরের উপর ভাত চড়িয়ে খেয়ে নিতে হবে এবেলা
আরো কত বিভৎসতা লুকিয়ে আছে ঘাপটি মেরে
জানা নেই কারো।
------------------------------------------------------------------
No comments:
Post a Comment