কবিতা
--------
কবি পরিচিতি : প্রদীপ চন্দ, ১৯৫৫ সালের ৪ঠা এপ্রিল, উত্তর কলকাতায় জন্ম। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগনা জেলার সুভাসগ্রামের বাসিন্দা। দীর্ঘদিন সরকারি চাকুরী করার পর অবসর গ্রহণ করেন।
ছোটবেলা থেকেই নানান বিষয় পড়ার ঝোঁক। সাথে সাথে লেখালেখির শখ। মনের আনন্দে কবিতা লিখে যাওয়া, কিন্তু প্রকাশ করা হত না। সেগুলি বন্দি থাকতো ডাইরির পাতায়। পাঠক ছিল দুজন স্ত্রী ও শ্যালিকা, তাদের, বিশেষ করে স্ত্রীর উদ্যোগে ফেস বুকে প্রথম কবিতা প্রকাশ, এবং বিশিষ্টজন তথা পাঠকের প্রশংসা অর্জন করেন। জানুয়ারি ২০২০ এক মাসে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তেরো (১৩) টি সেরা কবির সম্মাননা লাভ করেন এবং এই ধারা আজও অব্যাহত। "কথা ও কাব্য" সংকলনে প্রথম কবিতা ছাপা হয়েছে এবং আরো বেশ কিছু সংকলন প্রকাশের অপেক্ষায়। এছাড়া বাংলাদেশের দৈনিক দুরন্ত বেলা পত্রিকায় কবির কবিতা নিয়মিত প্রকাশিত হয়।
---------------------------------------------------------------
এস নতজানু হই
জন্মের আগে এবং মৃত্যুর পরে,,,,,,,,,,,
যে অনন্ত মহাজীবন,
তার মাঝে সামান্য শূন্যস্থান,,,,,,,
সেই তুচ্ছ ভগ্নাংশ যাপনে,
কেন এত বিরহের বিষাদ,,,, মিলনের উদযাপন,,!
এত হিংসা, কামনার আগুন জ্বেলে রাখ অকারণ ;
যুদ্ধ,,,,,,, দাঙ্গা,,,,,, অস্ত্রের ঝংকার নিয়ে,
বৃথাই আস্ফালন,,,,,,,,,!
অকারণ রক্তপাত,,,,,,,,!
দেখ চেয়ে কত ক্ষুদ্র তুমি,
কত হাস্যকর তোমার অহংকার,,,,,,
তুমি অতিশয় নির্বল,
ওই মহান বিশালতার সুনীল শূন্যতায়,,, !!
চেয়ে দেখ ওই অনন্ত আকাশ,,,,,,
অগণন গ্রহ নক্ষত্ররাজির অপার বিস্ময়,,,,,,,,!!
সামনে দাঁড়াও নিজে,,,,, দেখ চেতনার বীক্ষণ,, কত ক্ষুদ্রাতিক্ষুদ্র তোমার সত্ত্বা ,,,,,,
অন্তহীন মহাকালের অসীম অঙ্গনে ,,,,,,,,, !!!!!!!!
তোমার নির্বোধ নিষ্ঠুর লোভে ধ্বস্ত,,,,,,,,
ধ্বংসের মুখে দাঁড়িয়ে তোমার আশ্রয়
উপবন,,,,,,,
মূর্খের মত বিশ্বাস করেছ,,,,,, তুমিই পরম,,,,,,
কাপুরুষের মত হত্যা করেছো,
নির্দোষ নারী শিশু,,,,,,,,
মনে আছে সেই সিরিয়ার নিষ্পাপ শিশুটির মুখ
তোমার নির্মম কাপুরুষতা যাকে হত্যা করেছে,,,!
মৃত্যুর আগে সে বলে গিয়েছিল,,,,,,
'আমি ঈশ্বরকে সব বলে দেব',,,,,,,,,,,
হয়তো তোমার নির্লজ্জ কাপুরুষতার কথা সে বলে দিয়েছে,
ধিক তোমায়,,,,,! একটি নিষ্পাপ ফুলের মত শিশু,,,, ওর বিশ্বাস ছিল এ সবুজ উপত্যকায়, ও নিঃশ্বাস নেবে প্রাণ ভরে,,,, অবাধ স্বাধীনতায়,,
কিন্তু,,,,,,,,,,,, !
তোমার নির্মম নিষ্ঠুর অমানুষিকতা,,,
হত্যা করেছে ওর বিশ্বাস,,,,,,ওর অধিকার,,,,,, !!!
ধিক তোমায়,,,,,,, !
শত সহস্র ধিক্কার,,,,,,,,,,!!!!!,
এস নতজানু হই ,,,,,
ওই নিষ্পাপ ফুলের কাছে,,,,,
শুরু হোক প্রায়শচিত্ত,,,,,,!
যুদ্ধ,,,, দাঙ্গা,,,, হিংসা,, মুক্ত পথ
স্পর্শ করি প্রথমবার,,,,,,,,, অঙ্গীকার,,,,,,
----------------------------------------------------------------
শুধু একটি চুম্বন
শুধু একটি চুম্বন,,,,,,,
শুধু একটি চুম্বনের জন্য,,,,,,, হেঁটেছি অযুত আলোক বর্ষ,,,,,,,, সৌর পথে
শুধু একটি চুম্বনের জন্য অপেক্ষা করেছি,,,,,,,
শত সহস্র বসন্ত,,,,,, অজস্র পূর্ণিমা রাতে,,,,,
সূর্য যেমন,,,, চুম্বন আঁকে,,,, সূর্যমুখীর পরাগ যোনিমুখে,,,,,,, রাত্রিশেষে,,!
যেমন করে নিদাঘ শেষে,,,,,, বর্ষা নামে পৃথিবীর অববাহিকায়
উদ্দাম উচ্ছাসে,,,,,,,,,,,
যেমন করে কোজাগরী চাঁদ,,,,জ্যোৎস্নায় ভেজে,,,,,, কৃষ্ণচূড়ার নির্মল নিতম্ব,
যেমন করে ললিত লহরী,,,,, আছড়ে পড়ে বৃদ্ধ তটের উলঙ্গ বুকে,,,,,,
তেমনি করে তোমার,, শিশির ভেজা,,,,,,,,ধূসর ঠোঁটে,,,,,,,,,,, একটি নিষ্কাম নির্বিষ রক্তিম চুম্বন।
সহস্র শতাব্দীর কুণ্ঠা সংকোচ শৃঙ্খল,,,,,, চুরমার করে,,,,,,,,
একটি মাত্র চুম্বন,,,,,,,,,,,,,,!!!!
ঝরে পড়ুক অঝোর ধারায় তোমার বুকে
নেমে আসুক রাত্রি ,,,,,,,,, আধাঁরে ভেসে ,,,
আমার নগ্নতা ঢাকুক অন্ধকার,,,,
একটি চুম্বন জেগে থাক আগামীর প্রতিক্ষায়
শঙ্কাহীন কুণ্ঠাহীন শৃঙ্খল ভাঙার অঙ্গীকারে,,,,,,, !
----------------------------------------------------------------
নীল পাখি
স্বপ্নের নীল পাখিটা উড়ে গেছে সেই কবে ।
রক্তাক্ত গোধূলি আজও জ্বলে চেতনার অনলে ;
ঘাসে ঘাসে লেগে থাকা চুম্বনের দাগ ভোরের আদরে ;
রয়েছে ফিকে হয়ে,,পোশাকের অলিন্দে,
লাল হয়ে গেছে কাশবন ;
স্মৃতির নক্ষত্র ঘুমায় শিকড়ের গহনে,,,,
চেনা সুবাসে,,,, আঁকা হয় স্বপ্নে,,,,,আলোকের কারুকাজ,,,,,,,তমিস্রার আঁচলে,,,,,,
বিস্মৃতির সমাধি ফুঁড়ে জাগে দগ্ধ মায়াবী শরীর,,
দহন পুষে রাখি সৌখিন পকেটে।
বেহিসেবি বেদনার মর্মমূলে,,,, এস তুমি শুদ্ধতার
লেলিহান শিখায় পুনরায় ;
হয়তো শতাব্দীর পরে,,,,,কোনো অবসন্ন সন্ধ্যায়,, অথবা অনন্ত রাত্রির অন্তিম অবকাশে।
------------------------------------------------------------------
No comments:
Post a Comment