Wednesday, 29 July 2020

কবিতা : পূর্ণিমা বিশ্বাস

কবি পরিচিতি : শ্রীমতি পূর্ণিমা বিশ্বাস। জন্ম ১৯৯৫ সালে। স্বামী বিশিষ্ট শিক্ষক, কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী ও সমাজ সেবক। স্নাতকোত্তর বর্ধমান বিশ্ববিদ্যালয়। বি.এড (WBUTTEPA)। 


তিনি একাধারে কবি, গল্পকার, নাট্যকার এবং সংগীত শিল্পী।bঅবাণিজ্যিক পত্রিকা,ভয়েস, অঙ্কুর, কুসুম, মুক্তি ও বিভিন্ন ম্যাগাজিন প্রভৃতিতে নিয়মিত লিখে চলেছেন। তিনি মূলত গল্প লিখতে বেশি ভালোবাসেন ।তাঁর উল্লেখযোগ্য গল্প 'মণি', 'সেই মেয়েটি', 'বাল্য বিবাহ','আঠারো বছর', 'সৎ মা', 'শুচিবাই' প্রভৃতি।

-----------------------------------------------------------------

সুপ্ত ভালোবাসা
        


তুমি সেদিন আমাকে দেখছিলে...
আমি তোমাকে আড়চোখে দেখছিলাম।
দেখি,তুমি দাঁড়িয়ে আছো মোড়ে 
আমার সঙ্গে একটি কথা বলবে বলে।
কিন্তু কি কথা?ভাবলাম সেই কথা!
মনের মধ্যে রোমাঞ্চ জাগে।
আচ্ছা!তুমি যদি সেই কথাটা বলই,
তখন তার উত্তরে আমি কি বলবো?
ইস! লজ্জা লাগছিল।
তুমি ধীরে ধীরে আমার কাছে এলে।
আমার শরীর শিউরে উঠল
ভাবছিলাম কি বলবে,ইস!
হটাৎ শরীর কম্পিত হলো 
তোমার কথা শুনে,

তুমি কি বলতে পারবে?
আমি 'ওকে' কত ভালোবাসি।

শুনে কিছুক্ষণের জন্য চুপ করে রইলাম। 
আমার পাশে যে বান্ধবী
ও ওকে ভালোবাসে,আমায় না।
চোখে জল ভোরে গেল
কষ্টে বুক ফেটে গেল ভালোবাসা বুকেই রইলো
মুখে আর এলো না।
আমি নিজেই যেন নিজের কাছে হেরে গেলাম।


----------------------------------------------------------------

No comments:

Post a Comment