কবিতা
--------
কবি পরিচিতি : রামকৃষ্ণ মাহাত। জন্ম- ২০ ই ডিসেম্বর, ১৯৯৯ সালে - পুরুলিয়ার জেলার কাশিপুর থানার অন্তর্গত শিউবাড়ী গ্রামে । বর্তমানে কাশিপুর মাইকেল মধুসূদন কলেজে প্রথম বর্ষে পাঠরত । পিতা ঁসুবোধ কুমার মাহাত এবং মাতা রীতা রানী মাহাত ।
সাহিত্য চর্চায় জীবন তরী বেঁধে চলার পথে সাথ দিয়েছে ছোট বড়ো আন্তজার্তিক পত্রিকা ও ট্রাস্ট , অনুপ্রেরণা আর ভালোবাসায় এনে দিয়েছে পত্র পত্রিকার থেকে সন্মান।
-------------------------------------------------------------
একবিংশ শতাব্দীর ভরসা
মিশমিশে কালো আকাশে তারা উঠেছে ,
একটা নয় ছোট বড়ো অনেক গুলো
সেই কখন থেকে মিটমিট করে এক দৃষ্টিতে চেয়েই আছে
পৃথিবীর ঐ আজব জন্তু গুলোর দিকে ।
নিস্পলকে একটি ভয়ের আতঙ্কে অসহায় ,
অভিযোগ হীন ভাবে ক্ষনিকের স্তব্ধতাকে মর্যাদা দিয়ে
একটা বড়ো বিপদের আশায় মালা জপছে,
নিতান্তই ওরা ভয় পেয়েছে।
নানা বিধ ব্যঞ্জনে ডাস্টবিন কাঙাল হরি ,
কপালে চন্দনের ফোঁটা, পূজার সামগ্রী
একবিংশ শতাব্দীকে ভরসা দিয়েছে।
---------------------------------------------------------------
আগন্তুকের নিমন্ত্রন
তোমরা যেদিন ফিরে আসবে এই ধরাধামে ,
মাথায় সিঁদুর নিয়ে
পুব আকাশ সেদিন ঝড় তুলবে
ক্ষুধার্ত শিশুর কান্না থেমে যাবে অচেনা স্বাদে
শেকল ভেঙে যাবে ,
সেদিন কারার ঐ লৌহ কপাটেও মরিচা অংশীদার হবে,
দাবদাহ গ্রীষ্ম কনকনে শীত ঠিক তেমনেই থাকবে
ফাগুন টা আগুন লেগে আরো রঙিন হয়ে যাবে
বসন্তের আমন্ত্রনে ,
আসতেই হবে এই তোমার নিমন্ত্রণ ।
স্বপ্ন ,স্বপ্ন ,স্বপ্ন ..............
পেটে হজম হয়না তাই আজেবাজে লেখা
বেরিয়ে আসে
ওটা কি সম্ভব হতে পারে ?
এখন তো শুধু বিদায়ের পালা ।
--------------------------------------------------------------
পুঁজিপতির ষোলআনা
ভারতবর্ষ নিলামে উঠেছে ,
ধার্য মূল্য একশো ত্রিশ কোটি টাকা মাত্র ,
ব্রিটেন,চিন, আমেরিকা, ফ্রান্স লাইনের পর লাইন
সবাই দেখছে আর চিনছে কেউ কিনছে না,
বিরক্তিকর পরিস্থিতির চাপে মনে হচ্ছে
ধুর শালা ! বোধহয় আর স্বপ্নটাই পূরণ হবে না
অফারটা দিয়ে দেওয়ায় ভালো -
“পেহলে স্তেমাল করো ,ফির বিশ্বাস করো ।।”
--------------------------------------------------------------------
No comments:
Post a Comment