কবি পরিচিতিঃ আভা সরকার মন্ডল।
পিতাঃ নীলকমল সরকার
মাতাঃ অঞ্জলী বালা সরকার
জন্মঃ ৪ ঠা জুলাই।
বিজ্ঞানের ছাত্রী।
ছোটোবেলা থেকেই বই পড়ার প্রতি আকর্ষণ।
ধীরে ধীরে কবিতার সাথে একাত্মতা।
আশির দশকের শেষে লেখালেখির সূচনা ।
বিরতির পর দ্বিতীয় পর্বে প্রত্যাবর্তন।
দেশ বিদেশের অজস্র নামি দামি পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি। প্রচুর সংকলনেও লিখেছেন।
লিখে চলেছেন ছোটদের জন্যও। মূলতঃ
কবিতা, ছড়া এবং ছোটগল্প লেখিকা।
সহ সম্পাদক.. উষার আলো পত্রিকা।
সহ সম্পাদক.. রায়গঞ্জ বই মেলা কমিটি (সাহিত্য বিভাগ)
বর্তমান নিবাস-- রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
*****************************************
জীবন নদীর মত
রং ছড়িয়ে সূর্য যখন অগ্নি কোণে ঢলে
আকাশ বাতাস কানে কানে মনের কথা বলে
নদী অভিমানে---
মুখ ফুলিয়ে ছুটে চলে দূর সাগরের পানে।।
চলতে চলতে দু'ধারে সে দ্যাখে ভাঙা-গড়া
ছুটতে থাকা মানুষজনের নিত্য ওঠাপড়া,
মন হারায় তার শোকে---
দু'দিনের এই জীবনটাকে তবু বাঁধে চোখে।।
বয়ে চলাই ধর্ম যে তার গোটা জীবন ধরে
থেমে যাওয়া চলবে না ঝড়, যতই আসুক জোরে
জীবন নদীর মত---
বাঁচতে হবে দূরে রেখে দুঃখ ব্যথা যত।।
********************************************
উৎসর্গ
তোমার প্রয়োজন অগ্রাধিকার পেয়েছে
তোমার খুশির ঝুলিতে বিলি হয়েছে
আমার সমস্ত সুখ।
আকাঙ্ক্ষার উচ্চাসন পাহারায় বিকিয়েছে
নিজের সত্তা।
কষ্টের প্রতিটি বাঁকে
আগ বাড়িয়ে,আগেই আক্রান্ত হয়েছি আমি।
নিষ্ফল প্রতীক্ষা শেষের প্রহর
তবু প্রতিবাদে হয়নি মুখর।
বুকের গভীরে বইতে থাকা চাহিদার ঘূর্ণি
পাক খেয়ে প্রবেশ করেছে আরো গভীরে,
না পাওয়ার হাহাকার
তবু পিচ্ছিল করেনি তোমার পথ।
একাগ্রচিত্তে, চরম সততায়
বুনেছি যাপন নীড়
এড়িয়ে গেছি প্রলয়ংকর প্রলোভনের
প্রচন্ড সব ভিড়।
ব্যাস ----
এতোটুকুই প্রেমিক আমি....
এতোটুকুই বেসেছি ভালো।
যদি এর চেয়ে ভালো
বেসে থাকে অন্য কেউ
তবে নিঃসংকোচে যেতে পারো।
আমি উৎসর্গ করলাম
আমার ইহজন্ম,
পরজন্ম ও...
শুধু তোমাতে।।
********************************************
ঋণ
ব্যক্তিগত দুখেরা লুকিয়েছে মুখ
সুখগুলো আজ সার্বজনীন,
তোমার ভালো থাকা মুহূর্তটিতেই
আমার জমেছে যত ঋণ ।।
*******************************************
No comments:
Post a Comment