কবিতা
--------
আমার লেখা আপনাদের কাছে পৌছাতে পেরে আজ আমি ধন্য।
----------------------------------------------------------------
কবিতা
আকাশের ঐ দূর কোণে
খুঁজে গেছি তোমায় মনে মনে।
মেঘ বালিকা তুমি হয়ে,
জাগো আমার এই প্রাণে।
সৌদামিনী যখন জ্বলে ওঠে,
তখনই আসো হৃদয় মাঝে।
ডাক দিয়ে যায় পয়োদ এসে,
আমার ঐ খেয়ালী মনে।
প্রসূনের গন্ধেতে মেতে,
মাতাল হই তোমার মাঝে।
হারিয়ে যায় কখন যেনে,
একলা আমি এক নিমেষেই।
বিটপী যেই শাখা মেলে,
হাজির হও মনের কোনো।
মন পাখি যে ডানা মেলে,
উড়তে চাই তোমার ডালে।
রয়েছো তুমি এই বসুধায়,
সাড়া তুমি দাও এক নিরালায়।
মনের অবনী জাগে তখনই,
যখনই তোমার দেখা পায়।
মুক্ত বিহঙ্গ ডানা মেলে,
যায় তো উড়ে ঐ সুদূরে।
খুঁজতে থাকি তখনই যেনো,
আমার মনের অপলকে।
--------------------------------------------------------------
নামটি তার আড়ুয়া কংশুর
মাঠ ঘাট ঘেরা সবুজে,
গাছ গাছালি রয়েছে চারিদিকে।
দু হাত বাড়িয়ে ডাকছে পাশেই,
আড়ুয়া কংশুর আছে কাছেই।
পাশ হতে বয়ে চলে কালিগঙ্গা,
ঝিরিঝিরি তার ঝর্ণাধারাই।
মনে পড়ে আজো তোমায়,
চেনা স্রোতের কিনারায়।
গোপালগঞ্জ জেলা হতে,
থাকো তুমি সুদূরেই।
আঁকাবাঁকা পথ ধরে,
পৌছে যায় তোমার কাছেই।
সহজ সরল জীবন নিয়ে,
বেঁচে থাকি তোমার মাঝে।
তোমার ও বুকে হারিয়ে যায়,
একটুখানি সময় পেলেই।
জন্ম নিয়েছি এই গ্ৰামেতেই,
তাই তোমাকেই এতো ভালোবাসি।
মরতেও চাই তোমার মাটিতেই,
মাগো ফেরাবে না আজ জানি।
---------------------------------------------------------------
ও মেঘ
তুই থাকিস কোথায় মেঘ,
কোন খানে তোর বাগান বাড়ি।
বলনা আমায় ও মেঘ.....
রূপ, লাবণ্যের ডালি ভরিয়ে,
দাঁড়িয়ে আছিস তুই যে জানি।
আমায় নে না তোর পাশেতে ,
দে না, দে না আমাকে কথা।
বলনা ওরে ও মেঘ.....
রয়েছি একা একাই,
খাদের সেই কিনারায়।
তোর দেশেতে মেঘ বালিকা,
পড়ে থাকে সে একা একাই।
শুনছিস ওরে, ও মেঘ....
তোর সাথে যে খেলবো আমি,
ফেরাস না যেন তুই আবার।
সাদা পাঁজরে ডুবে যাবো,
আমি অজান্তেই।
শুনতে পাস, ও মেঘ...
হারিয়ে যাবো আনন্দেতে,
তোর হরিণী চোখের মাঝে।
---------------------------------------------------------------
No comments:
Post a Comment