Wednesday, 29 July 2020

ক্ষমা কংসবনিক

লেখিকা পরিচিতি : আমি ক্ষমা কংসবনিক | আমার পিতা স্বপন দাস ও মাতা সুজাতা দাস | বনগাঁ গোবরাপুর  নামক ছোট্ট গ্রামে ১৯৮৮ সালে ১লা জুলাই আমার জন্ম | 

গোবরাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমার শিক্ষাজীবন শুরু হয় | এবং গাড়াপোতা গার্লস হাইস্কুলে শিক্ষা জীবনের অবসান ঘটে | তারপর বিবাহিত জীবনে পদার্পণ করি | বর্তমান নিবাস দত্তপুকুর নামক একটি গ্রামে | সংসার জীবনের পাশাপাশি কবিতা ও গল্প লিখতে ভালবাসি | ছোট থেকেই ছোট ছোট কবিতা লিখতে ভালোবাসি| আজও ভালোলাগা খারাপ লাগা কাল্পনিক জীবন নিয়ে চলছে লেখার চেষ্টা | লেখালেখির পাশাপাশি নাচ করতে ভীষণ ভালবাসি এবং করি | সুখের ছোঁয়া অতিবাহিত করে চলছে জীবন | এইভাবে কলম কে সঙ্গী করে বাকি জীবনটা কে অতিবাহিত করতে চাই | কলমই  হোক আমার জীবন পথের মূল উৎস |

------------------------------------

অপেক্ষা
 
      চশমার কাচে ধোঁয়াশা জমেছে আজ | কালো মেঘের গর্জনেও ভয় পাইনা আর | আপ্লুত হয় না মন, ঘাসে জমা শিশির বিন্দু দেখে | মনটা আজ বড় অস্থির, তোমার অপেক্ষাতে | কুড়ি বছর আগেও বৃষ্টি ভিজিয়ে দিয়ে যেত মনের চাঞ্চল্যতাকে | রঙ লাগাতো  ঘাসের শিশির বিন্দু গুলি | বারিস্রোত  ফিরে যাবার পর, নতুন করে ভিজতাম  তোমার সঙ্গে শিউলি তলে| প্রকৃতির রং লাগিয়ে প্রেমের সঞ্চার করতাম তোমার সাথে প্রলয় দা | আজ অনুভবে শুধু তুমি | আজ ৭ ই মে | ঠিক কুড়ি বছর আগে, ৭ ই মে রবিবার আমাদের প্রেমের সামাজিক স্বীকৃতি পেতে, অনুমতি চাইতে গেছিলে বাবা-মায়ের কাছে| আজও স্বীকৃতি পেলাম না আমি | সে বছরই তোমাদের গ্রামে জঙ্গি হামলায় মারা গেছিলো বেশকিছু লোক | সেই লিস্টে শেষ নাম ছিল প্রলয় সেন| কুড়ি বছর কেটে গেল তোমার অপেক্ষাতে | শিউলি গাছের নিচে ঘাসেরা  ডানা মেলেছে  আজ| চুল গুলোতেও পাক ধরেছে| তবে দুই নয়ন খোঁজা বন্ধ করেনি ট্রেনের কামরা গুলি | শেষ দেখাটা বোধহয় কোন এক ট্রেনের কামরাতেই ছিল | ঘন কালো মেঘ আসে আর যায় | বৃষ্টিও  খুঁজে চলেছে আজ আমাদের প্রেমের রং| বৃষ্টিভেজা শিউলির বারিস্রোতও প্রেমের ভাষা বোঝায় না | মুখথুবড়ে আছড়ে পড়ে মাটির গায়ে | বেদুইন প্রেমের জোয়ার আজো ও তোমার অপেক্ষাতে মাথা নোয়াই | আমার সাদা কালো চশমা টাও তোমার অপেক্ষাতে বড্ড ফিকে হয়ে গেছে |
 তবে মনের অঙ্গীকার অন্য কথা বলে| অন্যরকম সঙ্গ চাই তোমার | নাইবা পেলাম তোমার ওই বৃষ্টিভেজা মুক্ত ভালোবাসা | মেঘের নীল, সাদা, কালোর আস্তরন মেখে বেড়াবো সমস্ত আকাশ জুড়ে | তখন না হয় হবে অপেক্ষার অবসান |

Copyrights@ Kshama Kangsabanik  
--------------------------------------------------------------

No comments:

Post a Comment