Wednesday, 29 July 2020

কবিতা : মারুফ খাঁন

কবি পরিচিতি :

মারুফ খাঁন
পিতা-জমাত আলি খাঁন।
গ্রাম-৪নং চন্ডিপুর
পোস্ট-বোটোখালী চন্ডিপুর
থানা গোসাবা
জেলা-দক্ষিণ ২৪ পরগনা।
পিন-৭৪৩৬১১

-------------------------------------------------------------

অরণ্য প্রেম
   
অপূর্ব অনন্য সৃষ্টির জগতে
    তুমিই সবার শ্রেষ্ঠ
 বাদাবন অরন্য,
মায়াময় আলোর ছায়ায়
সেখানেই আমার জন্ম==
আমার শরীরের শিরায়
  বহন করে লাল রক্ত
সালাম জানাই তোমায়, 
 তুমি আছো আমার অন্তরে
           হাজার ভাবনায় মনের জগতে;
তোমার জল ভরা নদী 
আজও চোখের সামনে বিদ্যমান। 
ক্ষতি কি,
হোক না জীবন আমার প্রেমিকা বিহীন,
 তোমার প্রেমে মুগ্ধ আমি
হে আমার অরন্য।
তোমার ভালোবাসায় স্বপ্ন দেখি,
তোমায় নাম আমার সব কবিতায়...... 

তোমার সুন্দরতা দেখতে
        আসে আজ বিশ্ব বাসি
           সে তো আমার জন্মভূমি।
শান্ত সবাই ওখানে
         সুন্দর মনোরম পরিবেশে, 
বিশ্বের মাঝে ছড়িয়ে দেব
   তোমার আবিষ্কারকে।
নেই কোনো অপমান
        আছেই শুধু তোমার গুনমান,
এসেছে গো পরিবর্তন
         ফেলিনা আর নদীর জলে পলিথিন,
আমি অসহায়,
তোমায় নিয়ে লিখবার ক্ষমতা
 আমার তো নাই।
  ধরেছি আজ ক্ষুদ্র কলম  
            দেখি কি হয়।
তোমার জন্যই নিজেকে করেছি কঠিন, 
তোমার জন্যই অন্যায়ের
     বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি
                করেছি তাদের
ছন্ন ছাড়া।

 রাতের গভীর স্বপ্নে 
এসেছো তুমি ঈশ্বর রূপে..... 
না ভাবনায় নয়, 
         আজ মাঝে মাঝে আসো তুমিই অরন্য।
আছো তুমি আজ ও 
সকলের বিরাজমান ছায়া হয়ে;
 কখনও যদি আসে দুর্গন্ধ
            মুছে দাও তুমি বনের মধুর সুগন্ধে 
তোমার কাছে আমরা চিরদিনই ঋণী।

আমার সুখের পরশ হয়ে থেকো অরন্য,
হও আমার বাধাহীন অরন্য!
আমার প্রিয় প্রেমিক তুমি,
তোমার স্মরণে করি পূজা প্রতিদিন,
আমাদের রেখেছো তুমি আঁকড়ে
             শুদ্ধ বাতাস
 বাঁচার অক্সিজেন হয়ে থেকো তুমি।।


------------------------------------------------------------

প্রতিদান

ছুটেছি ছুটে চলেছি সীমান্তের দিকে :
কখনও নদী, বরফের পাহাড়ে,
এখন আমি আছি উষ্ণ মরুভূমিতে।
দেখছি তোমাদের আশীর্বাদে দেশটা ঘুরে,
আমরা তো দেশের বীর সেনা।
ঘুমিয়ে আছো যখন দেশটা "রাত্রিবেলা,
পাহারা দিচ্ছি আমরা মানচিত্রখানা।
কোথাও সন্ত্রাস, কখনো জঙ্গি হামলা;
আবারও ফেন্সিডিলের উৎপাত।
জীবন-বাজি রেখে যাচ্ছি
শুনছি শুধুই তোমাদের গুনো গান।
মিস্টার,
অন্ধকারে ও দিয়ে যাচ্ছ দেশের প্রতিদান।
 
আমরা আলো-অন্ধকার দেখিনা দেশ মায়ের জন্য!
পালিয়ে আসি না দুশমনের সামনে দিয়ে।
গভীর রাতে ঘুম আসে না চোখে, 
           দুশমনদের উৎপাতে,
কাঁটাতারের আওয়াজে ঘুম যায় উড়ে।
পাক খায় মাথার মধ্যে 
ভূত-পেত্নীর প্রতিচ্ছবি;
মনে পড়ে যায় তোমার কথা কল্পনায়,
কিছু জন্তু-জানোয়ারের আনাগোনা।
দুশমনেরা আছে সব ঝোপেঝাড়ে
যায় না যে ওদের বোঝা।
আমাদের মনে দেয় আনন্দ;
কৃষ্ণাচূড়ার ওই মধুর সুগন্ধ।
আমাদের নেই জাতপাতের বিভেদ,
নেই কোনো ধর্মের গোঁড়ামি।
দিপালীতে জ্বলে মোমবাতি
কি দারুন সমারোহ ঈদের খুশিতে।
মিস্টার,
দিন-রাত দিয়ে যাচ্ছ দেশের প্রতিদান।
মাথার মধ্যে নানান দৃশ্য,
ফুলের মতো করে রেখেছো ভারতমাতাকে
তার আনন্দে দেশকে পাচ্ছি হৃদয়ের কাছে।

------------------------------------------------------------

অটুট ভালোবাসা

===আজ হৃদয় রাঙিয়ে তুলবো==
   ===তোমায় শুধু ভালোবেসে==
===স্মৃতি গুলো রেখে যাবো==
        === আমার অশ্রু জলে==
==দুজনের অনুরাগ গুলো 
         ===আষাঢ়ের জলে ধুয়ে যাবে।==
===আমাদের ভালোবাসা অটুট থেকে যাবে।।==

-----------------------------------------------------------

No comments:

Post a Comment