কবি পরিচিতি : কবি, গল্পকার ও প্রাবন্ধিক গুরুদাস বিশ্বাসের জন্ম ১৯৮২ সালে। উত্তরবঙ্গ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডবল এম.এ ২০১৬, ২০১৭। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ এ বি.এড করেছেন। বি.লিস ২০১১ নেতাজী ওপেন। ২০১৩ সাল থেকে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে সহকারী শিক্ষকরূপে কর্মরত আছেন। বর্তমানে মহাশ্বেতা দেবীর ছোটো গল্প নিয়ে গবেষণায় রত। অবাণিজ্যিক পত্রিকা 'ভয়েস',' পয়ার',' সাহিত্য দিশারী, 'কুসুম',' অঙ্কুর',' প্রাঙ্গন',' মুক্তি',' কবিতা কুঠির','' প্রভাতী',' পারিজাত', আল্পনা'র কবিতা,'বিশ্ববঙ্গ',' সৃষ্টি সুধা',' সত্যম শিবম সুন্দরম',' দুই কবি',' কবিতা বাসর' এবং বাণিজ্যিক পত্রিকা 'উত্তরবঙ্গ সংবাদ' প্রভৃতিতে লিখেছেন।
বর্তমানে 'ভয়েস' সাহিত্য সাংস্কৃতিক সংগঠন" এর উপদেষ্টা পদের দায়িত্বে রয়েছেন। সৃষ্টি এবং গবেষণার জগৎ কবির প্রাণ প্রিয়।
-----------------------------------------------------------------
ফিরিয়ে দিও বিশ্বকে
ফিরিয়ে দিও বিশ্বকে -
সুস্থ, রোগমুক্ত জনজীবন সবুজ সভ্যতা
পৃথিবী জুড়ে অথনৈতিক মন্দার,মুক্তি।
কর্মহারা কোটি কোটি শ্রমিকের অন্ন,
কৃষক,মজুর শ্রেণীদের পূর্ব স্বাচ্ছন্দ।
ফিরিয়ে দিও বিশ্বকে
পর্যটন শিল্পের জমায়েত ভিড়,আনন্দ,
কুটির,হস্ত শিল্পীদের আয়ের পরিসর।
হারানো প্রাণে সঞ্চার কোরো তেজ।
এ জগতের পতিত হবে ব্রাত্য।
ফিরিয়ে দিও বিশ্বকে
সকল দেশ হবে শক্তিহারা সবল,
প্রাণী জগতের আহার,বাঁচার অধিকার।
অনাহারী,ভবঘুরে,সর্বহারাদের রোজ খোরাক,
সামাজিক একাত্ম একে অপরের সাথে।
ফিরিয়ে দিও বিশ্বকে
জনমানবের কোলাহল পাখির কূজন,
মন্দির,মসজিদ,গির্জায় ভক্তের ঢল,
উৎসব,মেলা,জলসায় সাধারণের মিলন।
ধর্মীয় স্বাধীনতায় সর্বজনের সহজ অধিকার।
ফিরিয়ে দিও বিশ্বকে
দেশজ সংস্কৃতি,আলিঙ্গন,করমর্দন,স্পর্শ,
প্রতিকূলতা মুছে নব জীবনধারণ
বাঁচার রসদ,প্রতিঘরে আনন্দ সম্পদ,
অশুভ সময় প্রতিকারে পুন পরিত্রান।
------------------------------------------------------------------
No comments:
Post a Comment