Wednesday, 29 July 2020

কবিতা : অহনা রায় চৌধুরী

কবি পরিচিতি : অহনা রায় চৌধুরী (অহনালিভিয়া )হচ্ছেন , এই শতাব্দীর একজন লেখিকা, তিনি ১০ বছর বয়স থেকে লেখালিখি করেন, তিনি ছোটবেলাতে St. Joseph's Convent Higher Secondary School থেকে পড়াশোনা করেছেন, তারপর  Little Flower's School থেকে ক্লাস একাদশ ও দ্বাদশ এ পড়েন। 


বর্তমানে তিনি কলকাতার গোখলে মেমোরিয়াল গার্লস কলেজের "Education" honours এর দ্বিতীয় বর্ষের ছাত্রী, উনি মূলত শাস্ত্রীয় নৃত্য শিল্পী, উনি কলকাতেই থাকেন। ওনার প্রথম বই প্রকাশিত হয় ২০১৯ কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে, যেই বইটির নাম "হৃদয়ের ধ্রুবতারা" ।

------------------------------------------------------------------

বেদনা যেথায় পাষাণ


তোমারে ভালোবাসার ছলে ভুলাইনি আমি
তুমি কি ভুলাইছো মোরে ভালোবাসার ছলে?
যাহারা মন পাইয়া ভাবে, এ মন নয় দামী,
তুমি কি লিখাইয়াছো নাম তাদের দলে ?

বিদায় বেলায়,
শান্ত পাখিরা সুদূরে মিলায়,
আমি সেই শান্ত পাখি ,
যাহার প্রেমে  মগ্ন থাকিত তোমার দুই আঁখি,
তুমি কি আজ সবই ভুলিয়াছো?
নতুন কোনো ডালে,বুঝি বাসা বাঁধিয়াছো!

বেশ বেশ,
আমি তবে করবোনা তোমায় দোষী,
বলবোনা  তুমি সর্বনাশী,
তবে এ পরিচ্ছেদ যদি হয় শেষ,
তবু জানিয়ও আমি তোমারেই শুধু ভালোবাসি।

তব জীবনে যতটুকু পাইয়াছি স্থান,
তাহাতেই করিয়াছি তোমারে অসীম,
করিয়াছে মোরে তব প্রেম পরিত্রাণ,
বিচ্ছেদ তবু দেয়নি মোরে বেদন অপরিসীম।

আজি কুহু তাই আবার দিতেছে তান,
শত মেঘপুঞ্জ ভাঙিয়াছে তাহাদের অভিমান,
তাহারি মাঝে মোরা,
কাছে আসিয়াছি দিব বলে অন্তিম ধরা,
শুধু বলিতে এ কথা যাহা যাইবে না আর কভু বলা
"আমিও পাষাণ, তুমিও পাষাণ;
তুমি কেবল বিরহ ব্যথায়,
আর আমি ভালোবাসায়"।
                            
--------------------------------------------------------------------

বিরহীনি


বেদনা দিয়ে যে মালা রেখেছি গেঁথে,
খেলার শেষে, আপনি হেসে, কাছে এসে 
পরিয়ো তা মোর  গলে,
আঁখির পরে, চিরতরে যে ছবি রেখেছিলেম পেতে,
জেনো তা গেছে চলে|
 দিবসরজনী, ওগো সজনী, যে খেলায় ছিলাম দুজনে বিভোর,
সে খেলা ফুরিয়েছে আজ, থেমেছে কাজ, ছিন্ন হয়েছে বাহুডোর |  

------------------------------------------------------------------

আমাদের প্রাত্যহিক বোঝাপড়ার শেষে, আজ যখন শূন্য ঘর খাঁ খাঁ করছে; তখন  আরো স্পষ্ট করে জোরে জোরে শুনতে পাচ্ছি আমাদের মুক্তি যুদ্ধের বাণী গুলো | 

--------------------------------------------

No comments:

Post a Comment