Wednesday, 29 July 2020

কবিতা : তনুশ্রী বিশ্বাসে

কবি পরিচিতি :  শ্রীমতি তনুশ্রী বিশ্বাসের জন্ম ১৯৯৯ সালে। পিতা শ্রী৺গোবিন্দ বিশ্বাস ও মাতা শ্রীমতি কণিকা বিশ্বাস। তিনি বর্তমানে ইংরেজিতে স্নাতক এ পাঠরত গৌরবঙ্গ  বিশ্ববিদ্যালয়র অধীন গঙ্গারামপুর কলেজে। 

তিনি একাধারে কবি ও গল্পকার। তিনি ইংরেজিতে কবিতা লিখতেই বেশি ভালোবাসেন। স্কুল ও কলেজের ম্যাগাজিনে লিখা দিয়ে শুরু তাঁর সাহিত্য জীবন এবং বর্তমানেও লিখে চলেছেন।

---------------------------------------------------------

তোমাকে বলছি সফলতা

অজান্তে এ মনে দেখেছি কত স্বপ্ন
না!কোনো প্রেমিকাকে নিয়ে নয়।
বাস্তবের রণাঙ্গনে প্রেম শব্দটি জ্বালাময়।
স্বপ্ন দেখেছি 'সফলতা', তোমাকে নিয়ে।
সফলতা,তুমি প্রিয়তমা থাকবে সর্বদাই।
আবেশে,জাগরণে শুধু তোমাকেই যে চাই।।
কাল লক্ষ লক্ষ প্রেমিক তোমাকে পেতে; ভিন রাজ্যে পারি দিয়েছিল।
আজ তারাই পরিযায়ী শ্রমিক ঘরে ফেরার পথে।
এখন তোমাকে তারা আর চায়না,আড়ি তোমার সাথে।
বিদেশী ভাইরাস মহামারী রূপে অসহায়কে করেছে  কবজা।
তোমার প্রেমিক তো শিক্ষিত যুবক,স্বপ্ন দেখা মানুষ,সমগ্র দেশ!
জীবাণুর থাবায় 'সফলতা' তোমাকে পাওয়ার  আশা সবার শেষ।
আমিও তোমার প্রেমিক,তোমার সাথে বাঁচবো বলে;তবুও ভেঙে পড়া অর্থনীতির দেশে রোজ তোমার স্বপ্ন দেখি।
আমি শিক্ষার্থী, মহামারীর শেষে তোমাকে পাওয়ার ইচ্ছা রাখি।

--------------------------------------------------------

মহানগরের নোংরা
                  
এই যে শহুরে জমাদার !
সারা শহরের নোংরা নিচ্ছ নিজ গাড়িতে।
তোমার সন্তান নোংরায় বসে অনাহারে কাঁদছে বাড়িতে।
ওকি!কোন পচা ফুলের মালা
ডাস্টবিন থেকে তুলছো?
তুমি কি জানো?সে মালা সজ্জিত ছিল কোনো বাসরে।
নাকি!মদের গ্লাসে ডুবেছিল কোনো আসরে।
একি!এমন শুভ্র চাদর কে ফেলেছে তোমার জঞ্জালে?
এ হয়তো কোনো শোকার্ত নারী দেহের আবরণ।
বা কোনো লাশের দেহ থেকে করেছে কেও নিবারণ।
ও জমাদার কে বলে জীবাণু ভালোবাসতে জানেনা?
ঐ জঞ্জালের জীবাণু আজ মানুষের প্রেমে পড়েছে।
গোটা বিশ্ব আজ মহামারীতে জীবাণুর ভালোবাসায় মরেছে।
তোমার গাড়িতে তলা ক্ষয়ে যাওয়া চটি জোড়াটা কার?
এ তো গ্রাম্য পরিযায়ী শ্রমিক!
তোমার শহর থেকে পলাতক।
চটি জোড়া তার চিহ্ন,যে বাড়ি গিয়ে খিদের জ্বালায় হবে ঘাতক।
তুমি জঞ্জাল অপসারণ করো, তাই তুমি আজ মলিন,
এই জঞ্জাল বহনে, এই নোংরা শহর হয় শুচি।
তোমারই মতো অসন্মান পায় ডোম, মেথর, মুচি।
তুমি বহন করো মানুষের নোংরা কাজের উচ্ছিষ্ট।
শহরের মনকে সবাই ভেঙেছে,গড়েছে দেখিনি তার সৌন্দর্য।
অপরিচ্ছন্ন শহরকে শুভ্র করেছ তুমি,দিয়েছ তাকে মহানগরীর মর্যাদা।

---------------------------------------------------------

No comments:

Post a Comment