কবি পরিচিতি : আমি জ্যোৎস্না দাস
পিতা:-হীরেন্দ্র কুমার দাস,bমায়ের নাম:-বিষ্ণপ্রিয়া দাস। মেদিনীপুর জেলার বেলদাতে বাড়ি।
বর্তমানে একজন কর্মরত শিক্ষিকা। সময় পেলে লেখা লেখি করতে ইচ্ছে হয়। আমার প্রকাশিত প্রথম কাব্য "কাব্য কথা" ২০২০ ফেব্রুয়ারী মাসে প্রকাশিত হয়।
---------------------------------------------------------------
করি কঠিন দিন দূর
আজ সমাজে কী হলো ভাই
স্বার্থ ছাড়া আর কিছু নাই,
নেই তো ভালো মন্দ।
জীবন গুলো চলবে কেমন
মানব জাতির ভালো যেমন
সব হারালো ছন্দ।
বিশ্ব পড়ে মহান ফাঁদে
হায়রে কত মানুষ কাঁদে
নয় সচেতন তবু।
সচেতনে দুঃখ কমে
এমন কথা কেনো ভ্রমে
মানুষ হয়নি কভু।
সাবধানতা আগেই হলে
দুর্দশা কী তবেই ফলে?
সমাজ মরে লাজে।
কেমন করে বাঁচবে মানুষ
বিপর্যয়ে হারায় যে হুঁশ।
বেদনার সুর বাজে।
তবু নানান গুজব ছলে
মানুষ কত কথা বলে
তামাশা'তে ভরপুর।
জাতপাতের আজ নেইকো বালাই,
জীব সেবার স্থান ধর্ম শালাই,
করি কঠিন দিন দূর।
-------------------------------------------------------------
বাধ্য হয়ে আত্মহত্যা
কে না চায়গো পৃথিবীতে
সুন্দর ভাবেই বাঁচিতে,
কে না চায়গো জীবন রঙিন
ফুল দানিতে সাজিতে?
কে না চায়না এমন সুন্দর
ধরা ভালো বাসিতে,
কে না চায়গো খুশি মনে
উদার হাসি হাসিতে?
তবু মানুষ অতি কষ্টে
বাধ্যে বিমুখ হয়ে যায়,
আত্মহত্যার পথ বেছে নেয়
নিজ নিজ মতে হায়!
পর হয় যখন আপন স্বজন
পরিবারের সকল জন,
বেঁচে থাকা মূল্য হীন হায়
মনে জাগে সারা ক্ষণ।
মনে করে বিশ্ব খানা
শুধু দুঃখের পূরবী,
পর পারেই মুক্তি বুঝি
ভাসে সুখের সুরভি।
----------------------------------------------------------
নিয়মের বিয়ে
সমাজে আজ চলছে নীতি
নেই যে কারো প্রাণে ভীতি
সাবালক না হতে,
পণের আদান প্রদান নিয়ে
কম বয়সে দিচ্ছে বিয়ে
উভয় পক্ষের মতে।
তার ফলে ঐ কুপ্রভাবে
সারা জীবন দুঃখে যাবে
নানান অসুখ বিসুখ।
পণের লোভে অত্যাচারী
লোভের মাত্রা যায় যে ছাড়ি
এমন করে কী সুখ?
আইন কানুন মেনে নিয়ে
দাওগো ছেলে মেয়ের বিয়ে
তবে পাবে শান্তি,
যৌতুক নিয়ে করলে বিয়ে
লোভ লালসা থাকবে জিয়ে
জীবন হবে ভ্রান্তি।
আইন কানুন হচ্ছে কড়া
আইন ভঙ্গে পড়লে ধরা
যেতে হবে জেলে,
তাই বলি হায় নিয়ম করে
সুখ শান্তিতে জীবন ভরে
থাকো হেসে খেলে।
---------------------------------------------------------------
No comments:
Post a Comment