Wednesday, 29 July 2020

মৌসুমি বর্মন

কবিতা
--------

কবি পরিচিতি : মৌসুমি বর্মন সিনহা
জন্মঃ ফুলবাড়ি, থানা গঙ্গারামপুর  জেলাঃ দঃ দিনাজপুর, গঙ্গারামপুর বালিকা উচ্চবিদ্যালয়ের থেকে মাধ্যমিক এবং  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ইংরেজি সাহিত্য চর্চা শুরু হয়। 

গঙ্গারামপুর কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রী অর্জন করি।সাহিত্যের প্রতি ভালোবাসা ছোটো থেকে।বর্তমানে  বিবাহ সূত্রে জলপাইগুড়ির নিবাসি।সংসার জীবনের পাশাপাশি সাহিত্যের প্রতি ভালোবাসার টানে কলম ধরা।

-----------------------------------------------------------------

প্রকৃত গণতন্ত্র

দীর্ঘ সংগ্রাম ,দীর্ঘ সংঘাত
দীর্ঘ আঘাতের মিলিত প্রতিবাদ,
দীর্ঘ রক্তক্ষয় অগণিত  শহীদের বলিদান..
অবশেষে বেজে উঠলো
স্বাধীন ভারতের জয়গান।।

নারী,পুরুষ সকলের মিলিত দেশপ্রেমে 
শুরু হল ওই ফিরিঙ্গিদের ত্রাস-
আর এভাবেই রচিত হল
স্বাধীন ভারতের ইতিহাস।।

হ্যা, তবে স্বধীনতা আজ শুধুই পরিহাস,
কেননা আজও লালসার দৃষ্টিদিয়ে 
মাপা হয় নারীর অঙ্গের অন্তর্বাস ।।

আজও পতিতালয়ের পতিতা হোক
কিংবা হোক চাকুরিতা,
একা নারী বাইরে বেরোলেই
হবেই হবে ধর্ষিতা।।

কিভাবে জন্ম নেবে আর এক মাতঙ্গিনী
আর এক লক্ষীবাই?
নারীর বাইরে বেরোনোর যে
বিন্দুমাত্র জো নাই।।

আত্ন মর্যাদা ভুলেছে সবাই
চাকুরির জন্য ভন্ডের পা ধরতেও রাজী
কী ভাবে জন্ম নেবে আর এক
 আত্মত্যাগী নেতাজী?

মার এর বদলে মার চলছে
হত্যার বদলে হত্যা,
কিভাবে পাঠাবেন দূত
অহিংসাপুজারী মহাত্মা?

আমার আমিতেই ব্যস্ত সবাই
নেই ভ্রাতৃত্বের লেশ,
কিভাবে জন্ম নেবে আবার
এক-আত্মা সংগ্রামী বিনয়-বাদল-দিনেশ?

আজও বড় রেস্তোরায় হোক
কিংবা ছোট হোটেলে,
ভদ্রলোকেদের সেবা করে চলে
হাটুর বয়সী ছেলে।

আজও মানুষের জীবনের আয়ু
ওই হিংস্র বন্দুকের নলে,
রাজনীতির প্রভাবে পুড়ছে সমাজ
হিংসার দাবানলে।

তাই যতই অনুষ্ঠান হোক 
আর হোকনা পতাকা উত্তলন,
মানসিকতার পরিবর্তন ছাড়া
স্বাধীনতা শুধুই প্রহসন।। 

যেদিন ঘরে ঘরে জ্বলবে
শিক্ষার মশাল,
সকলে শোধরাতে পারবে ওই
রাজনীতিবিদদের বেচাল,
যেদিন প্রতিটি ভারতীয়ের অন্তরে
উচ্চারিত হবে
মানবিকতার মন্ত্র,
ভ্রাতৃত্বের মন্ত্র,
সাম্যের মন্ত্র,
অহিংসার মন্ত্র,
শান্তির মন্ত্র,
সেই দিন সার্থক হবে
প্রকৃত গণতন্ত্র।।

----------------------------------------------------------------

No comments:

Post a Comment