Tuesday, 28 July 2020

কবিতা : জাগ্রত --অরিন্দম ভট্টাচার্য্য

কবি পরিচিতি :  অরিন্দম ভট্টাচার্য্য



নিবাস : রিষড়া, হুগলি
পেশা : স্বাস্থ্যকর্মী (Bio Medical Engineer in Calcutta National Medical College and Hospital)

-------------------------------------------------------------

🏵🏵 জাগ্রত 🏵🏵

এখনো অনেকে মাথা উঁচু করে বাঁচে,নিজের মতন খোঁজে জীবনের মানে,নদীর মতই বহমান অবিরত,তবু ঘরে ফেরে শিকড়ের টানে।এখনো অনেকে স্রোতের উল্টোদিকে,মন নেই তার মুখস্ত সংলাপে,নিজের মনের কথা বলে অবিরল,গোপন আবেগে হৃদয়ের উত্তাপে।এখনো অনেকে পরশপাথর খুঁজে,মুছে দেবে ভাবে দুঃখের জল্পনা,তাদের হৃদয়  ছুঁয়ে দেখো যদি তুমি,তোমার হৃদয় তবে খাঁটি সোনা।এখনো অনেকে এখানে কষ্ট বুকে,ঘৃণা আর প্রেম - চন্দনে মাখামাখি,'পথ ভোলা 'সেই পথিকের সন্ধানে,আমরা এখানে সারারাত জেগে থাকি।

-------------------------------🏵🏵---------------------------

No comments:

Post a Comment