Wednesday, 29 July 2020

কবিতা : কমল ঘোষ

কবি পরিচিতি : কমল ঘোষ।


গ্রাম - মালঞ্চ। 
ডাকঘর- রাখাজঙ্গল। 
জেলা - পশ্চিম মেদিনীপুর,। 
 
--------------------------------------------------------------

 মা শুধু মা

       
মা যে আমার বটের ছায়া,
জীবন রথের রথী ।
মা বিনা এই জীবন নদী
হারায় যে তার গতি।
দুঃখ - কষ্টে তিনিই পাশে,
মাথায় রাখেন হাত।
মা না থাকলে আঁধার সবই,
গভীর গহন রাত।
অভাব যখন চেপে বসে,
সবাই করে টাটা।
তখন আমার পাশে থাকেন
শুধুই আমার মা'টা।
তখন তিনি সৈন্য আমার,
যুদ্ধ করেন একা।
সদাই তিনি পাশে থাকেন,
হাসি মুখে দেন দেখা।
খালি পেটে দিব্যি তোলেন
তৃপ্তির একটা ঢেকুর।
যেটুকু থাকে আমারে দেন,
তাইতো তিনি ঠাকুর।
ভোগ-বিলাসে মত্ত যখন,
তাকে থাকি ভুলে।
তিনি রাখেন হৃদয়খানা
আমার জন্য খুলে।
সব মায়েরাই একই রকম,
তারাই মোদের শক্তি।
ওরে ওরে ও অভাগা,
রাখ মায়ের প্রতি ভক্তি।

------------------------------------------------------------

 মহাপ্রলয় 

       
কাঁপিয়া উঠিছে তরুবর সব, ঐ দেখা যায় বলিরেখা,
লড়িয়া চলিয়াছে তাহারাই শুধু আর কাহারও নাই দেখা।
মহাপ্রলয়ে ভাঙিয়া পড়িছে, যেন তুচ্ছ লাঠি,
কাহাকেও তুলিয়া ছুড়িয়া দিতেছে, শিকড় সহ মাটি।
খড়কুটো সম এই সভ্যতা দুলিছে মহাপ্রলয়ের বুকে,
যাহা কিছু আছে ছড়ায়ে পড়িছে খেলনা সম সম্মুখে।
আশা জাগিছে, মানুষের অহংকার নিমেষে গিয়াছে উবিয়া,
প্রলয় শেষে হাসিছে রবি, যায় নাই এখনও ডুবিয়া।

 -----------------------------------------------------------
            
যদি এমন হত
        
ঝম্ ঝম্ ঝম্ বৃষ্টি পড়ে এই পৃথিবীর টানে,
এমন কেন ঝরে না সুখ বেদনাবিধুর প্রাণে?
একে একে জলবিন্দু মেলে নীল আকাশের বুকে,
এমন করে কেন মেলে না হৃদয়? থাকত সবাই সুখে।
নদীগুলো সব ঢেউ তুলে যায় মহাসিন্ধুর পানে,
মানুষ যদি ছুটতো এমন একই লক্ষ্যের টানে?
হিংসা নামক খড়কুটো সব ভাসত জীবন স্রোতে।
অন্নবিনে ঝরতো না জল কারও চক্ষু হতে।
অস্ত্রে কি বা কাজ ছিল ভাই, শুধুই ভালোবাসা,
যেমন করে নীল জলধির বুকে মুক্ত থাকে ঠাসা।
চন্দ্র যেমন সাঁঝ আকাশে তারার সাথে হাসে,
তেমন করে মানুষ যদি থাকতো পাশে পাশে।
তবে ধন্য হত মানবজীবন, এই ধরণীর ছায়া,
সবার মধ্যে বিরাজ করত প্রেম - মমতা - মায়া।

--------------------------------------------------------

No comments:

Post a Comment