অবসরে ভালোলাগে মনের মাঝে জমে থাকা কথাকে কলমে তুলে ধরতে, তবে তা গল্প কিংবা কবিতার রূপ নেয় কিনা জানিনা| সদ্য লিখছি বলা যেতে পারে, এইভাবেই কলমকে সঙ্গী করে মনের ভাষাকে প্রকাশ্যে তুলে ধরে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে চাই |
-----------------------------------------------------------
শ্রদ্ধেয় রবি
শ্রদ্ধেয় রবি, আমার এই ক্ষুদ্র কলমে
তোমায় রচার সাধ্য নেই,
আমি যে তোমার কবিতার সেই
"সাধারণ মেয়ে" |
তবে জান আমার এই তেইশ বছরের কাব্যে,
তোমার অবাধ বিচরণ, আমারই অলক্ষ্যে|
যদিও তোমার লেখনি আস্বাদনে
আজও আমি সম্পূর্ণা হতে পারিনি,
আমি হয়তো তোমার "তোতাকাহিনীর"
সেই মূর্খ পাখিটি |
জানো রবি কাল যখন তোমার "নষ্টনীড়" শেষ করি,
তখন প্রায় মাঝ রাত
তোমার চারুর লেখা "আমাবস্যার আলোয়" পূর্ণিমাকে ভৎসনা
আকর্ষিত করেছে আমায় ,
সেই অতলস্পর্শ অন্ধকারের মত আমিও যে অপ্রকাশিত|
তোমার "নির্ঝরের স্বপ্নভঙ্গ"
আমার যে ভীষণ প্রিয়,,
আমার পায়ে যে সেই পাষাণ করার বেরি,
যতবার বলি ভাঙ -ভাঙ- ভাঙ করা...
রুখতে নাহি পারি |
তোমার "শেষের কবিতার" লাবণ্য
আমায় বিমুর্ত করেছে বারবার...
যদিও আমার চরিত্রে তাকে ছুঁতে পারিনি কখনো,
"রক্তকরবীর" তোমার সেই অনন্য সৃষ্টি_ যে ছিল সকলের নজর কড়া,,
আমি সেই নন্দিনি হতে চাইনি |
তবে জান রবি...
তোমার গানে পেয়েছি
একলা চলার নির্ভীকতা,
জীবন মরুতে তোমার "মৃত্যুঞ্জয়"
আমার সাহারা,,
আমার এই ক্ষুদ্র কলমে আজও তুমি অধরা ||
--------------------------------------------------------------
পথের শিশু
পথের শিশু তকমা আমার
পথেই আমার ঘর ,
নেইকো আমার কোনো আপনজন
সবাই আমার পর |
ভিক্ষার ঝোলা হাতে নিয়ে
ফিরি দ্বারে দ্বারে --
আমার ব্যাথা কেউ বোঝেনা,
জঞ্জাল মনে করে |
চাই না আমার রঙিন বেলুন
নানান রকম খেলনা,
চাই যে শুধু অন্ন পেতে
তাও যে রোজ মেলেনা |
রোজ সকালে খিদের জ্বালায়
আমি যখন অবহেলায়,
তোমার ঘরের শিশুরা সব
পাঠশালাতে যায় |
সকাল শেষে তপ্ত দুপুর
সূর্য যখন মাথার উপর,
ব্যাস্ত সবাই খাবার খেতে
আমি বেড়াই পথে পথে |
দিনের শেষে খেলার মাঠে
তোমার শিশু আনন্দেতে,
আমি তাকাই অবাক চোখে !
অশ্রু লুকাই আড়াল হতে|
শহর জুড়ে গভীর রাতে
শিশুরা সব ঘুমে মাতে,
আমি কেবল একলা জাগি
চাঁদ,তারা যে আমার সাথী|
আমারও আছে একটা হৃদয়
অভিমান সে তো আমারও হয়,
হে বিধাতা জন্ম যখন দিলে
পরিচয়টা কেন কেড়ে নিলে |
------------------------------------------------------------
No comments:
Post a Comment