Wednesday, 29 July 2020

ফাতেমা খাতুন

কবিতা 
-------

কবি পরিচিতি : জন্ম -,১৯৯৭ সাল ২০ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর 
জেলার বালুরঘাট শহর থেকে বেশ দূরে এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ ।পিতা হবিবর রহমান মন্ডল ও মাতা মনোয়ারা বিবি। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে জেলারই মধ্যস্থিত গঙ্গারামপুর কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক স্তরে উন্নীত হই । 


বর্তমানে সরকারি চাকুরির উদ্দেশ্যে প্রচেষ্টারত ।লেখা শুরু মোটামুটি কলেজ থেকেই ।কিন্তু তা ছিল বন্ধু মহলেই সীমাবদ্ধ ।তবে এখানেই আমার লেখার প্রথম। স্বল্প জীবনের পরিসরে ধর্ম, নাম, যশ সব কিছুর উর্ধ্বে যে -মানবিকতা তার যে বড়ো অভাব  ।মনুষ্যত্বহীন সমাজ যাতে না গড়ে ওঠে, সমাজে সার্বিক স্তরে ভালোবাসা ও সম্প্রীতির মেলবন্ধন যেন অটুট থাকে এই উদ্দেশ্যেই আমার লেখার সূত্রপাত ।

--------------------------------------------------------------

নিরুদ্দেশে পাওনা 

তোমার দুয়ারে ঠেকাইয়া  মাথা প্রণমি তোমারে, 
 হে ঈশ্বর ! বার বার দিয়াছো মুক্তি দিয়া আশীর্বাদ এ শিয়রে  |

 যাহা কাঙ্ক্ষিত নহে তাহাকেও  লভিয়াছি ঝুলিতে পুরিয়া, 
 এ সভ্যতা-আপন বজ্রমুষ্টিতে করিয়াছি সীমান্ত ছাড়িয়া|

সে  সুখের সামিয়ানা  আজি এ প্রভাতে নেই ঈশ্বর!
ছলনার কুহেলিকা তবে কি পাঠিয়েছো করতে সব নশ্বর? 

ধর্মের জাঁতাকলে ওষ্ঠাগত
পৃথিবী বক্ষে সব ধর্ম, 
মানবসেবাই জীবসেবা -
পরমত্বের মাঝে এইতো কর্ম|

অজ্ঞাত কোন খানে না জানি,  তুমি আজ নিরুদ্দেশ..... 
তাই মানুষ পেয়েছে ফিরে আপন মানবতার রেশ |

-----------------------------------------------------------------

মরুদিশা  

বুঝিবা আসিছে সময় দুয়ারে মোর 
 শুনি কড়া যে  নাড়ায় ঘন ঘোর |

 সুখ রব  এই তো পশিবে এক্ষণে 
 প্রমত্ত মন মম আশায় জাগেরে |

প্রবেশিল দক্ষিনা বাতাস উন্মুক্ত করিয়া দ্বার 
রাঙিয়া রাজত্ব করিল যে  দুর্নিবার|

নাহি রবে এমন সুখের পরশ 
লহ মোরে আঁখি তলে করিও সরস |

বাঁদরের গলায় মুক্তার মালা সহিবে কেন? 
সকল সুখের সীমা রয় ভুলিও না যেন |

তাই আজই বদ্ধ দুয়ার দিয়াছি খুলিয়া
হানিলে আঘাত করিব ব্যাঘাত নিজ হস্ত দিয়া|

-------------------------------------------------------------

মনউদাসী 

ক্ষনিকের স্রোতে দেখা তোমার ওই নিষ্পলক চাহুনি!
 জীবনতৃষা  মিটায়ে দেয় তাই নিয়েছি অনুভবে ভরি ||

 নিরব মোহমায়ার মুহূর্তগুলো আজও লাগে অন্তহীন!
চাপা অভিমানের সুর সেও হতে চায় তোমাতে বিলীন||

 সুপ্ত ইচ্ছে না রইল পিছে মিলনে যে বাড়িয়েছে হাত |
উদাসী মন, চায় সর্বক্ষণ  তোমার সুরের রাগ ||

শুভ্র শিশির প্রভাত বেলায় দিয়ে যায় তোমারই সুবাস |
ভোলেনি গোধূলির  রক্তিম আভা জানাতে তোমার আভাস ||

পাইনি তোমায় বিরহ যে আজ বড়োই আপন মনে হয় !
তবু হইনি নিরাশ, বেলা শেষে তোমাতেই সঁপেছি এ হৃদয়||

সকল মৌন, করে ছিন্ন, মন-রে করি ব্রত |
এমনই রয়ে যাক ইচ্ছেধারা গুলো শত শত ||

---------------------------------------------------------------

No comments:

Post a Comment