কবি পরিচিতি : শক্তি পদ সেন। পিতা: গো রা চাঁদ সেন। মাতা: চম্পা সেন। জন্ম: ১৯৬২ খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ( পশ্চিম বঙ্গ) পুনচা থানার অন্তর্গত মেনীদি গ্রামে। প্রান্তিক চাষী ও দরিদ্র প্রাথমিক শিক্ষকের তৃতীয় পুত্র সন্তান। ছোট বেলায় নবম শ্রেণীতে পাঠরত অবস্থায় একমাত্র উপার্জনকারী পিতার মৃত্যু। স্কুল ও কলেজ জীবনে দারিদ্র্যের সঙ্গে প্রচন্ড সংগ্রাম করে স্নাতক হওয়া।জীবনে ক্লাসে কোনদিনও দ্বিতীয় হন নি। স্নাতক হওয়ার পরে ভারতীয় তার বিভাগে প্রথম ও পরে দ্বিতীয় চাকুরী ভারতীয় জীবন বিমা নিগমে। দ্বিতীয় চাকুরীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হওয়ায় প্রথম শ্রেণীর আধিকারিকের চাকুরী ছেড়ে দেওয়া ও পুনরায় নিম্ন পদে ফিরে আসা।
ছোটবেলায় ইস্কুলের দেওয়াল পত্রিকাতেই লেখালেখি সীমাবদ্ধ ছিল। গত কয়েক বছরে পুরুলিয়া শহরে বসবাস কালে এই কবির কবিতা রারহভূম,উচ্ছেদ,পুরুলিয়া সমাচার,পরশমনি,জিরাফ প্রভৃতি পত্রিকাতে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে।
বর্তমানে তিনি চাকুরী জীবনের অবসরের মুখে। তিনি বর্তমানে বালিকা মাহাত মেমোরিয়াল ট্রাস্টের ( একটি দাতব্য ট্রাস্ট) প্রেসিডেন্ট। কর্মজীবনের ফাঁকে কবিতা লিখতে ও পড়তে ভালোবাসেন।
এই কবির প্রকাশিত কাব্যগ্রন্থ:
(১) সাধারণের জন্য (২০০৮)
(২) হড়কা বানের ইতিকথা (২০০৯)
(৩) অপরাজে় ও (২০১১)
(৪) জীবন থেকে নেওয়া (২০১২)
(৫) অচল পদ্য (২০১৩)
(৬) নুতন পৃথিবীর পথে( ২০২০ - প্রকাশের পথে)।।
---------------------------------------------------------------
বিপন্ন সময়
বিপন্ন সময় ধরেছে ঘিরিয়া
সমাজের ভালো মন্দ
দিক নির্ণয় করে দেয় তারা
রাখেনা মনেতে দ্বন্দ্ব (?)
ধর্মের নামে ডিগবাজি খায়
সাধারণ মানুষ নিত্য
আগে যে ছিল সহজ সরল
এখন পা চাটা ভৃত্য।
আগে যে ছিল সত্যের পথে
পথ ভুলে গেছে আজ
তাই সে আজ চলেছে বিপথে
মাথায় পড়েছে বাজ।
এক ঝুড়ি পচা আম মাঝে
থাকে যদি ভালো আম
সেও তো ভাই অচিরে পচিবে
ভুলিয়া বাপে র নাম।
আজিকে এমত ভোগী দুনিয়ায়
থাকে কি কেউ নিরপেক্ষ
বাঁদিকের মাল ডাইনে তে ঘুরে
করে ত্যাগ নিজ কক্ষ।
চলে যায় সবে নিজ স্থান ছেড়ে
চলে যায় পরপক্ষে
শিরদাঁড়া টা ভাঙ্গিয়া গিয়াছে
সবাকার অলক্ষ্যে।
---------------------------------------------------------------
মন জানলা
বন্ধু তুমি থাকো কোথায়
কোথায় তোমার ঘর ?
দু দিন না কথা হলেই
ভাবছো আমায় পর?
মন জানলা খুলেই রাখো
আসবেই আসবে হওয়া
তোমার আমার মনের ভেতর
প্রেমের আসা যাওয়া।
আকাশ যখন গোমড়ামুখো
মিছেই কেন ভয়?
মন থেকে প্রেম সরেই গেলো
কেন এমন হয়?
মনে যখন ভরা যৌবন
দু কুল তার কানায় কানায় ভরা
আসতে তুমি দেবে না কি
কোনোদিন ই জরা?
শীত গ্রীষ্মে জলাভবে রুক্ষ নদীর
ধূ ধূ করে বালি
মন টা তখন করে হায় হায়
খুশীর আগর ঠেলি।
মন যমুনায় নাইতে রত
রাধা সখি সহ
সেই কথাটাই বুঝে নিও
কিরূপ অর্থবহ।
তাই তো আমি বলি সদা
মন জানলা খুলে রেখো ভাই
এর বেশী আর পৃথিবীতে
চাওয়ার কিছু নাই।
----------------------------------------------------------------
নুতন পৃথিবীর পথে
অসংখ্য মিথ্যে র মাঝে সত্যে রে খুঁজি
মুখোশের মধ্যে মুখ কে খুঁজি
অতল সাগরে রহিত ঝিনুকের মাঝে
মুক্তা রে খুঁজি। কারণ পৃথিবীর সব কিছু আস্তরণে ঢাকা।
সত্যে রে খুঁজে নিতে হয়
মিথ্যের বেড়াজাল ভেঙে
ধরা পড়ে সব শেষে মুখোশ ধারীর মুখ খানি।
ততদিনে অনাচার আর অত্যাচারের ভারে চলে যেতে হয় অনেক কেই।
দুর্বলের উপর সবলের অত্যাচার ছিল, আছে, হয়তো বা থাকবে কিছুদিন
তবু ভেঙে পড়লে চলবে না।
শপথ নিতে হবে আমাদের সরাতে জঞ্জাল
এগিয়ে যেতে হবে,দুমড়ে মুচড়ে সব বাধা
নুতন পৃথিবীর পথে।
------------------------------------------------------------
No comments:
Post a Comment