Wednesday, 29 July 2020

কবিতা : চন্দনা দে সিনহা

কবি পরিচিতি : বিশিষ্ট বাচিক শিল্পী এবং কবি , লেখিকা চন্দনা দে সিনহা। প্রাক্তন বেতার শিল্পী (কলকাতাযুববানী),কথিকাকার,ভারতনাট্যম এবং কথক নৃত্যে সিনিয়র ডিপ্লোমা (সুন্দরম থেকে)। কলকাতা তে জন্ম। খড়দহে রহড়া ভবনাথ থেকে মাধ্যমিক করার পর কলকাতা কলেজেপড়াশোনা এবং লেখা লেখি শুরু। দর্শনে এম্এ , কলকাতা হেস্টিংস  এ বিএড । এম এ পড়াকালীন দিশারী মাসিক পত্রিকা‌ সম্পাদনা করেন।বিবাহসূত্রে পশ্চিমবঙ্গের বাইরে সেখানে ও বিভিন্ন প্রতিষ্ঠানের ও ন্যাসানাল বালভবনের সঙ্গে যুক্ত। 

১৯৯২সালে কলকাতা আর্ট চারুকলা  থেকে 'চিত্রকলা পারদর্শী ' খেতাব হাসিল।
সাম্প্রতিক কালে বিভিন্ন সাহিত্য পত্রিকায় কবিতা , অণুগল্প, সাহিত্য চর্চা শুরু। পশ্চিমবঙ্গের বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য । বাংলা রাইটার্স ফোরাম , মহা বঙ্গ সাহিত্য পরিষদ  , ছায়া প্রকাশনী  একই বৃন্তে দুটি কুসুম,পত্রিকায় এবং কবি সম্মেলনে কবিরত্ন ও শারদসন্মান, নানাবিধ সন্মানে ভূষিতা ।


-------------------------------------------------------------

প্রেম অপ্রেম


আমার  অপ্রেম থেকে উঠে আসা উষ্ণতা আমি দিয়েছি বিলিয়ে --
আমার প্রেম অতি সযত্নে রাখা আছে শীতল নরম হৃদয়ে,
রক্ত -মাংসের লোলু আচড়,
বিষের- আদর থেকে দূরে-
অনেক -দূরের সমুদ্রের বুকে
পালতুলে ভাসছে সোহাগ- ভরা প্রেম আমার,
প্রেম-অপ্রেমের তরী -    যায়ভেসে সমুদ্রের দিকে
খুঁজে বেড়াই বালুকাবেলায়
ভালোবাসার ছোট ছোট নুড়ি
খুঁজে বেড়ায় ভালোবাসার মুক্ত--
আলপনা আঁকা ঝিনুকের বুকে।
আমি আটকা পড়ি প্রেম- অপ্রেম দুই তীরের মধ্যিখানে
চলতে থাকি টালমাটাল
প্রকৃতির অমোঘ আকর্ষণে
আমার দুচোখে যদিতাকাও
দেখবে এক চোখে ঘৃণা
অন্য চোখে ভালোবাসা
এক চোখে আশা
অন্য চোখে নিরাশা
একধারে ভয়, অপর পাড়ে আশ্রয়
একদিকে জ্বালা অন্যদিকে নিরাময়।
দূরে পাল তুলে ভালোবাসার তরী যায় ভেসে
দূর সমুদ্রের কোন্ নিরুদ্দেশে,
দূর-নীলিমায় দিগন্তের পানে
ভালোবাসার অমোঘ আকর্ষণে।
আমি দাঁড়াই ঝাপসা চোখে
প্রেম -অপ্রেম জড়িয়ে বুকে,
নোনা জল আছড়ে পড়ে
আমার গায়ে আমার পায়ে
ছোট্ট ঝিনুকের গায়ে-
ভালবাসার আল্পনা আঁকা
সযত্নে নিয়ে আমি কুড়িয়ে।


-----------------------------------------------------------

বাউল মন


আমি থাকি উদাস মনে কোথায় আমার আপন মুখ
ভাবিস তোরা ভাবিস বসে একলা থাকার কতই সুখ।
যখন আমি একলা থাকি
তখন আমি বধির -মূক
কান্না আমার উথলে ওঠে
দুঃখের ঢেউয়ে আমার বুক।
দুইটি পাখি পাশাপাশি
ঝাপটে ডানা আপন মনে--
তাকিয়ে থাকি উদাস চোখে
ঘরের ভিতরে ঈশানকোণে।
বাউল মন গাইতে থাকে---
''আয় ছুটে আয় ডাকছি তোকে----
কোথায় তোরা গেলি সবাই
একাই আমি যাচ্ছি বকে'' ,
রাতের পাখি আমায় ডাকে--
বলে''ঘুম নেই তোর উদাস চোখে-
বসে বসে ঢুলতে থাকো
একলা কথা কইতে থাকো
একা একাই যাচ্ছো বকে''
বেশ করেছি, যা তুই এখন
বক বকিয়ে মাথা খাবো
সকাল, দুপুর যখন তখন,
মনের মাঝে পিড়ী পেতে
বসবি তুই সারাক্ষণ,
আমার সাথে ঘর বাঁধবি
দুঃখ রাতের সঙ্গী হবি 
বাজবে যে ধূণ মনবীনায়-
হাজার নূপুর বাঁধব পায় 
আয়না সবাই নাচব আয়
খুশীর ঘুঙুর বাজবে আয়।

-----------------------------------------------------------------

No comments:

Post a Comment