Tuesday, 28 July 2020

প্রবন্ধ: মনের কথা --জীবন বর্মন

প্রাবন্ধিক পরিচিতিঃ জন্ম (৩০-০৪-১৯৯৬)ফুলবাড়ি, থানাঃ গঙ্গারামপুর, জেলাঃ দঃ দিনাজপুরফুলবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পতিরাম উচ্চবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ইংরেজি সাহিত্য চর্চা শুরু হয়। 

গঙ্গারামপুর কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রী অর্জন করেন।সাহিত্যের প্রতি ভালোবাসা ছোটো থেকে।সাহিত্যকে ভালোবেসে কলম ধরা।------------------------------🏵🏵----------------------.
-------

🏵🏵 মনের কথা 🏵🏵      

  যদিও আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি তবুও সাহিত্য রচনার কথা কখনো ভাবিনি। শুধু মাত্র ডিগ্রি পাশ করার জন্য সাময়িক সাহিত্য চর্চা হয়েছে। বরাবরই  সাহিত্যের প্রতি ভালোবাসা থাকলেও মোহ ছিল না। তাই সম্পর্কও খুব একটা ভালো হয়নি। তবে ছেড়েও দিতে পারিনি। সব সম্পর্কের মধ্যেও সেটি বেঁচে আছে আজও। এখন বয়স হচ্ছে ধীরে ধীরে সংসারের দায়িত্ব কাধে এসে পড়ছে।  ছেলে বলে কথা। দায়িত্ব কি এড়ানো যায় পাশাপাশি নিজ পায়ে দাঁড়ানোর প্রচেষ্টার অনবরত চলছে। এসবের মাঝে আজ আর সাহিত্য চর্চা করে ওঠা হয়না। তাই সাহিত্যের যাবতীয় বই বুকসেল্ফ এ তালাবন্দি। সত্যিই আজ আর সাহিত্যের বুলি ভালো লাগে না। ভালো লাগবেই কেন? সাহিত্য সত্যের কথা বলে, বলে সততার কথা, বলে মানবিকতাকে প্রতিষ্ঠার কথা, মানুষকে বিবেকবান হতে বলে, মানুষ মানুষের জন্য এই সত্য তুলে ধরে। কিন্তু মনুষ্য জাতি যখন এর উল্টো পথে হাঁটে তখন কি আর একাই সত্যকে প্রতিষ্ঠা করা যায়। এই কথা শুনে অনেকেই বলবে কেন তুমিও কি তাদের মতো হবে। না তাদের মতো হবো না - হবো না বিবেকহীন, মানবতাহীন অসচেতন। কিন্তু বাঁচতে গেলে যে পেটে চারটে ভাত দিতে হয়। যদি নিজে নাই বাচি তবে সত্যের জন্য লড়াই করে কী হবে। ডারউইন বলেছিলেন "বাঁচার জন্য লড়াই"। সত্য চির সত্য। এই পৃথিবীতে প্রত্যেকেই লড়াই করে। কিন্তু বেচে যায় সে যে কৌশলকে অবলম্বন করে। তাই লড়াই করার পাশাপাশি কৌশলী হওয়াটাও খুবই প্রয়োজন। তাই আজ বাঁচার  তাগিদে সাহিত্যের চেয়ে কাজকে বড়ো ভালোবাসি। আজ সমগ্র বিশ্ব কোভিড-১৯ এ কাঁদছে। গোটা বিশ্ব আজ ঘরবন্দি। পেটে টান পড়েছে অনেকেরই। আরও পড়বে। করোনা হওয়ার আগে অনেকেই না খেয়ে মরবে। দেশ উজার হয়ে যাবে। সময় মানুষকে শিক্ষা দেয়। আজ যদি সাহিত্যের বুলি উড়াই তবে কি পেট চলবে, আমরা কি নিজেদের বাঁচাতে পারবো? বাঁচবো না মৃত্যু মুখে ঢলে পড়বো তাও জানি না। শুধু লড়াই নাকি সঙ্গে কৌশল? নাকি দুটোই প্রয়োজন?--------------------------------🏵🏵-----

No comments:

Post a Comment