জন্ম : ৪ ঠা আগষ্ট , ১৯৪৯ সালে।
পিতা : গিরিজা কান্ত , মাতা : নীহারবালা !
মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর গ্রামে শৈশব , কৈশোর কাটে ।
শিক্ষা :: এম এ (বাংলা ),পি জি বি টি
পেশা :: শিক্ষকতা .প্রথমে সহ শিক্ষক , পরে প্রধান শিক্ষক হিসাবে ২০০৯ সালে অবসর গ্রহণ !
নেশা :: বই পড়া , সাহিত্য চর্চা ও ভ্রমন
বর্তমান স্থায়ী নিবাস :: কাঁঠালপোতা , কৃষ্ণনগর , নদীয়া -৭৪১১০১
মোবাইল নং :: ৮০০১৩০৮৯৭২
প্রকাশিত গ্রন্থ : ১)ভাষায় ছবি আঁকা ( সংকলন , ২০১৮)
২) হৃদ সাগরে ঢেউ তোলা ( সংকলন , ২০১৮)
৩) ছায়াগীতি ( একক , ২০১৯)।
-------------------------------------------------------------------
মরীচিকা
সুনীল আকাশ ডাকে
ডাকে সুনীল সাগর,
কাছে গিয়ে ভাঙ্গে ভুল
ওরা ভীষণ বর্ণচোর।
বর্ণে গন্ধে ফুটে থাকে
কাননে কুসুম রঙীন,
অকাতরে দেয় সব
উদার প্রতিটি দি।
আকাশের চাঁদ তারা
বিলায় রম্য জোছনা ,
রাতের মাধুরী ওরা
ছদ্মবেশ কখনো ধরে না।
নয়নে মদিরা অঞ্জনরেখা
গভীর স্বপন আঁকা,
ভালোবাসা ভেবে ভুল
ও যে শুধু মরীচিকা।
প্রেমের কুসুমের রঙ
গন্ধ কখনো মেকী,
সংশয় জাগে মনে
নিতে হয় কত ঝুঁকি।
মুখ আর মুখোশে
রাখে দুস্তর ফারাক ;
নিখাদ পরিচয়ে মানুষ
কেন হয় না নিপাট।।
------------------------------------ ---------------------------
ঝড়
পথের শেষে তোমার বাড়ী
পাই নে খুঁজে আর,
ঝড় উঠেছে কাল বৈশাখী
বন্ধ হলো দুয়ার।
ধূলার ধোঁয়ায় পথ লুকায়
অন্ধ নয়ন কাঁদে,
মেঘের 'পর মেঘ যে ডাকে
মাদল বেসুর বাজে।
বিজলী আলো ঝিলিক মারে
বাজ গর্জায জোরে,
জোনাক ত্রাসে নিভে গেছে
ডুব দিলো আঁধারে।
পাগলা ঝড়ে কথার মালা
লুটায ছিঁড়ে পথে,
শুকনো কথা উড়লো কোথা
দেয় না জবাব রাতে।
যাত্রা শুরু যেখান হতে
ফিরতে হবে সেথা ,
নষ্ট সময় বিলাপ করে
বক্ষে জাগে ব্যাথা।।
-----------------------------------------------------------------
সম্বিত
তোমার সাথে আমার লড়াই নয় ,
এ লড়াই আমার সাথে আমার ;
জয়ের পতাকা ওড়াই লড়াই করে
দূর করি মনের কালো আঁধার।
বুকে জমা যত নোংরা জঞ্জাল
দল বেঁধে করে কুমন্ত্রণা ,
বিবেক গঙ্গা জলেতে ধুয়ে
লাঘব করি হৃদয়ের যন্ত্রনা।
ভালোবাসি ঊষার মিষ্টি হাসি
ভোরের পাখির মধুর কাকলি গীত ,
অমানিশা রাতের মোহ ঘুম কাটে
নব আহ্বানে ফেরে আমার সম্বিত ॥
-----------------------------------------------------------
No comments:
Post a Comment