Wednesday, 29 July 2020

কবিতা : ক্ষমা কংসবনিক

কবি পরিচিতি : আমি ক্ষমা কংসবনিক। আমার পিতা স্বপন দাস ও মাতা সুজাতা দাস | বনগাঁ গোবরাপুর  নামক ছোট্ট গ্রামে ১৯৮৮ সালে ১লা  জুলাই আমার জন্ম | গোবরাপুর  অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমার শিক্ষাজীবন শুরু হয় | এবং গাড়াপোতা গার্লস হাইস্কুলে শিক্ষা জীবনের অবসান ঘটে | তারপর বিবাহিত জীবনে পদার্পণ করি | বর্তমান নিবাস দত্তপুকুর নামক একটি গ্রামে | 

সংসার জীবনের পাশাপাশি কবিতা ও গল্প লিখতে ভালবাসি | ছোট থেকেই ছোট ছোট কবিতা লিখতে ভালোবাসি| আজও ভালোলাগা খারাপ লাগা কাল্পনিক জীবন নিয়ে চলছে লেখার চেষ্টা | লেখালেখির পাশাপাশি নাচ করতে ভীষণ ভালবাসি এবং করি | সুখের ছোঁয়া অতিবাহিত করে চলছে জীবন | এইভাবে কলম কে সঙ্গী করে বাকি জীবনটা কে অতিবাহিত করতে চাই | কলমই  হোক আমার জীবন পথের মূল উৎস |

------------------------------------

তমসার প্রবণতা


          প্রিয়জনতো দূরাস্ত, প্রয়োজনও যদি না থাকে |
 তবে কেন এই মিথ্যা অনুভূতি, 
 ঠেলে  দাও সময়ের ফাঁকে? 
 হাতের মুঠোয় যায় না ধরা
 তপ্ত রোদ ওই নিসপলকে |
 জ্ঞানের ভাষায় যায়না বলা
 ভ্রমর ফুলের সম্পর্কটাকে|

 প্রিয় জন নয়, প্রয়োজন আমি
 এক ঝলকে বুঝিয়ে দিলে|
 মুক্ত মেলে ঝিনুক মাঝে, 
 সময় সেতো অজুহাতের ছলে|

 ব্যক্ত তোমার তিক্ত করন
 মাকাল ফলও পরাজয়ের খাতায়|
 তোমার তত্ত্ব ভাষার উক্তি করণ
 বন্দী থাক আমার খাতার পাতায়|

 ঘর যায় না বাধা মিথ্যে ছলে, 
 মনের ঘরে এ কেমন শোক? 
 দুরস্ত কে অস্ত্র করে, 
 হারের  কাছে জয়ের মৃত্যু হোক|

 বাঁধন খোলো তবে এই ক্ষণে, 
 প্রয়োজন যখন তমসার আবরণে|
 ছিন্ন করো নিপিরণের শিখা, 
 অনুনয় তোমার ওই চরণে|

 শূন্য পাতায় ভরাবো কত? 
 আমার ক্ষতের স্থান যে বড়|
 আশার বুকে নিরাশা আজও
 কালো মেঘের ছায়া হচ্ছে জড়ো|

---------------------------------------------------------

 বিচিত্র অবকাশ 

        
         জাগিছে অন্তরে নব্য দীপ্তের ছায়া, 
          মেঘেরা করিছে খেলা বিস্তর অন্তরের মায়া |
            ভাবিছে  ভাবুকেরা সংশয়ের লাগিয়া, 
             কেমনে চলিবে পথ কাঁটাতার বিছায়া |
               শ্রান্ত মৌন তব  প্রকৃতির হিসেবে, 
                অত্যাচারিতা  প্রকৃতি আজ দেখিছে  নিরবে  |
               ক্ষুধার্ত, তৃষ্ণার্ত,  মৌনতার চক্রব্যূহে, 
                 পদার্পণে মনুষ্যকুল মরিছে বিরহ লয়ে |
                 যন্ত্রণায় কাতর তব শান্ত বৃক্ষ চরিত্র, 
                  বিরল মায়ায় সুপ্ত ব্যথা মৌন সৌন্দর  ও চিত্র |
                  ধরিত্রী নমি তোমায়, বাঁচিতে প্রাণ চাহিবারে  তাই, 
                   উৎফুল্ল বর্ষণ শেষে প্রকৃতি প্রেমময় |
                   বন্দী শিকলে মানবকুল বহমান সময়ের তরে, 
                  ঘটিছে সৃষ্টির বিনাশ অখণ্ড মনুষ্য কুলের  ডরে।  

------------------------------------------------------

No comments:

Post a Comment