কবি পরিচিতি : উদীয়মান কবি ও গল্পকার বিজয় সুএধরের জন্ম ২৬-০২-১৯৯৮। তিনি বালুরঘাট কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।
কবিতা লেখা তাঁর প্রিয় বিষয়।অবাণিজ্যিক পত্রিকা 'ভয়েস', 'সাহিত্য দিশারী',' পয়ার', 'সৃষ্টি', 'প্রভাতী', 'সত্যম শিবম সুন্দরম' প্রভৃতিতে লিখে চলেছেন।আগামী দিনে সৃষ্টির জগতে স্থায়িত্ব লাভই কবির মূল লক্ষ্য।
----------------------------------------------------------
সাদা কালো জীবন
আসছে মানুষ যাচ্ছে মানুষ
অমানুষের ভিড়ে,
সবাই এখন ভালো আছে
মন খারাপের ঘরে।
সবাই সবার বন্ধু এখন
সবাই উপকারী,
বন্ধু সেজে বসে আছে
অনিক মুখোশধারী।
কে যে কখন মারবে ছুরি
বোঝা বড়ো দায়,
এ সমাজে চলতে গেলে
মানুষ চেনো ভাই।
কালো মানুষ সাদা মানুষ
অনেক মানুষ আছে,
সাদা মনের মানুষ গুলো
কোথায় হারিয়ে গেছে।
----------------------------------------
মায়ের ভালোবাসা
জন্ম থেকেই দেখছি আমার
অভাগি মায়ের মুখ,
জ্ঞান হওয়ার পর থেকেই
দেখিনি মায়ের সুখ।
তিলে তিলে তাঁর আঁচল তলে
বড় হয়েছি আমি,
যেন তাঁর কাছে বিশ্বব্রহ্মাণ্ডের
চেয়েও অনেক দামী।
আদর যত্ন মায়া মমতায় যার
বিশ্বে জুড়ি মেলা ভাড়,
সে যে আমার গর্ভধারিণী মা
তুল্যহীন ভালোবাসা তাঁর।
শত দৈন দশা দুঃখের মাঝেও
আমিই তাঁর রাজকুমার,
বুঝতে দেয়নি কোনদিনও তাঁর
বুকে জমা হাহাকার।
সন্তানের দুঃখে দুঃখী হয় মা
সুখে মন জুড়ানো হাসি,
যেন সন্তানের সুখের জন্যও
নিতে পারে গলায় ফাঁসি।
------------------------------------------
খুজবো আবার বন্ধু
বন্ধু আছে হাজার হাজার
বলে বন্ধু আমার তারা,
সব সময় তারা থাকে পাশে
শুধু দুঃখের সময় ছাড়া।
সুখের সময় ঘরের দুয়ারে
বন্ধু আমার হাজার,
দুঃখ এলেই বন্ধু গুলা
হারায় কেনো আবার।
আমি বন্ধু খুঁজি নতুন করে
পাড়া-মহল্লা গঞ্জে,
এতবার সেই ভুল করেও
নতুন করে করি কেন যে।
ভুল হবেনা আমার আর
ভালো বন্ধু খুঁজবো আবার,
মনটা যার ভালো হবে
সেই বন্ধু আমার হবে।
এরপরেও যদি ভুল করি
বন্ধু আমি চিনতে,
কষ্ট করে থাকব একা
সুখের দিন গুনতে।
--------------------------------------------
No comments:
Post a Comment