কবিতা
--------
কবি পরিচিতি : -বিশ্বজিৎ কর।
পিতা -অশোক কর।
মাতা -চন্দনা কর।
গ্রাম -চকমকরামপুর।
পোস্ট -চকমকরামপুর।
থানা -খড়্গপুর।
জেলা -পশ্চিম মেদিনীপুর।
আমি ছোট বেলা থেকেই একটু একটু ছড়া লিখতাম, আর বিভিন্ন ধরনের ছড়া ও কবিতা পড়তাম, তার পর ফেসবুকের মাধ্যমে আমি কবিতায় ধীরে ধীরে অগ্রগতি লাভ করি, আর আমার সুধীজন ও গুনীজনদের সাহায্যে আমি আরো এগিয়ে যেতে চাই, এই কামনা করি ।প্রণাম রইল শ্রদ্ধেয় সুধীজন ।
---------------------------------------------------------------
জীবন
জীবন মানেই সবার সাথে
হৃদয় প্রেমে মাখা,
জীবন মানেই পাখির মতো
দাও উড়িয়ে পাখা ।
জীবন মানেই আঁধার কেটে
আলোর পথে ছোটো ।
জীবন মানেই রোজ সকালে
ফুলের মতো ফোটো ।
জীবন মানেই নবীন রঙে
দাও ভরিয়ে বিশ্ব ,
জীবন মানেই যাও পেরিয়ে
বিষন্নতার দৃশ্য ।
জীবন মানেই সবুজে ভরা
হৃদয় গড়ে তোলো
জীবন মানেই ফেলে আসা
দুঃখটা কে ভোলো ।
জীবন মানেই অন্নহীনে
দাও ভরিয়ে অন্ন ,
জীবন মানেই মায়ের আঁচল
পেয়ে হবে ধন্য।
-------------------------------------------------------------
দিদির টানে
দূরে যদি না থেকে কভু
থাকতাম এক নীড়ে,
ভাইবোনের ভালোবাসা
ফুটতো ধীরে ধীরে ।
করতাম যত খুনসুটি আর
কথায় কথায় দ্বন্দ্ব,
মা এসে করতো বিচার
কোন টা ভালো মন্দ ।
আবার মোরা একই সাথে
খেলতাম কত খেলা,
শেষ হতো না খেলা তবুও
ফুরিয়ে যেত বেলা ।
ফুটতো শত মনের মাঝে
রঙ বে রঙের মেলা,
তাই নিয়ে করতাম ফেরি
ভাসিয়ে প্রীতির ভেলা ।
দিদির থেকে দূরে থেকেও
হয়না হৃদয় শূন্য,
তুমি আমার হৃদয় মাঝে
তোমার পরশে পুণ্য ।
-------------------------------------------------------------------
(অনুকবিতা)
গেলো রাত দিল সাথ
রবি মামা ওই যে,
পাখিদের ডাক শোন
শিশুরা কই যে ।
ফুল ফোটে বনে বনে
অলি উড়ে আনমনে,
কৃষকেরা যাই মাঠে
দেখ ওই জনে জনে ।।
---------------------------------------------------------------------
No comments:
Post a Comment