Wednesday, 29 July 2020

কবিতা : সুশান্ত কুইলা

কবি পরিচিতি : সুশান্ত কুইলা। 
জন্ম: পূর্ব মেদিনীপুর, 
জন্মতিথি: ২৬ আগষ্ট, ১৯৬৬,
শিক্ষা: স্নাতক (বানিজ্য) কোলকাতা বিশ্ববিদ্যালয়।

কর্মস্থল: কোলকাতার একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরিরত।
বিশেষ আগ্রহ: বাংলা কবিতা লেখা। 

------------------------------------------------------------------

মন্দ মেয়ে


লোকে আমায় মন্দ মেয়ে বলে,
আমি কি সত্যিই মন্দ মেয়ে ?
আমিতো মন্দ হয়ে জন্মাইনি,
আর পাঁচটা মেয়ের মতো আমিও অনেক 
স্বপ্ন বুকে নিয়ে নারী হয়ে উঠেছিলাম।
আমিও চেয়েছিলাম স্বামী সন্তান নিয়ে সুখে
সংসার করতে, কিন্তু এই সমাজ আমাকে 
সংসার করতে দেয়নি।
আমার দুর্বলতার সুযোগ নিয়ে কতগুলো 
মানুষ রুপী হিংস্র পশু আমার শরীরটাকে 
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আর তারপর ছুঁড়ে 
ফেলে দিয়েছে সমাজের ওই নোংরা 
আবর্জনার স্তূপে। 
তাই আজ আমি সমাজের চোখে মন্দ মেয়ে।
রোজ সকালে সুর্য্য ওঠার সাথে সাথে আমার
নবজন্ম হয়, নতুন করে বাঁচার স্বপ্ন চোখে নিয়ে।
দিনের শেষে সুর্য্য অস্ত যায়, আঁধার আসে নেমে
আর তারপর রাত বাড়ার সাথে সাথে মৃত্যু ঘটে
আমার সব স্বপ্নের। 
শরীর নামক বস্তুটাকে নানা রঙে সাজিয়ে নেমে
পড়তে হয় সমাজের ভারসাম্য রক্ষার কাজে,
কতগুলো মানুষের লোলুপ দৃষ্টির মাঝে
আত্মসমর্পণ করে। তবু আজও সেই সমাজের
কাছে আমি "মন্দ মেয়ে"।

---------------------------------------------------------------

ভোরের প্রকৃতি


শান্ত সমীরণে ধীর পদক্ষেপে, 
পল্লী বালিকা চলেছে সাজি হাতে 
বুঝি কুসুম চয়নে।
তার কোমল কুঞ্চিত কেশরাশি 
লুটায় ভূমিতে আষাঢ়ের মেঘ সম,
হেঁটে চলে নূপূর পরা পায়ে।

কাজল কালো দুটি আঁখির দৃষ্টি, 
মগ্ন শুধু পূস্প বিথির পানে।
টগর, মল্লিকা, বেলা, জুঁই, চাঁপা 
আর মাধতিলতা ফুটেছে কাননে।
উদিল সূর্য পূব আকাশের কোনে,
ভোরের রক্তিম আভা ছড়ায়ে গগনে।

দেখো চেয়ে ওই আসে নতুন প্রভাত 
পাখির কুজনে আর সমধুর গানে,
ভরে ওঠে ধরা আজি এ শুভলগনে।
ভেসে আসে কানে বহুদূর হতে...........
ওই শোনো ভাটিয়ালি গানের কোনো সুর,
স্নিগ্ধ ভোরের মন্দ মধুর হাওয়ার টানে।

------------------------------------------------------------------

"সূর্য্যাস্ত"

বসেছিলাম সমুদ্রের পাড়ে,
সূর্য্যাস্ত দেখার আশায়, 
মনে পড়ে গেল পুরোনো কিছু স্মৃতি।
সারাদিন হাজার কাজের মাঝেও মনে মনে
অপেক্ষায় থাকি একটা সুন্দর সন্ধ্যার জন্য।

সকালবেলাটা আমার কেটে যায়
বাগিচার ফোটা নানা ফুলের সাথে,
দুপুরটা কাটে কবিতার মাঝে।
বিকেলও কেটে যায় কল্পনার ছোঁয়ায় ভেসে,
সেই চির আকাঙ্খিত সন্ধ্যার কথা ভেবে।

অবশেষে সব অপেক্ষার অবসান 
ঘটিয়ে তার আগমন হয়, হৃদয়ে লাগিয়ে 
খুশির দোলা, সূর্যাস্তের রক্তিম আভা গায়ে মেখে।
অভিবাদন জানায় উড়ে যাওয়া বলাকা সারি,
যেতে যেতে বলে যায় ওই দেখো, সে আসছে।

জোছনার আলোয় বন্যায় উথলে পড়া
চাঁদের হাসিতে বুঝি সব ভেসে যাবে,
মেঘেরাও লুকোবে আকাশের এক কোনে।
এর পরে যদি আঁধার ঘনিয়ে আসে আসুক,
জোনাকিরা আলোয় ভরে যাবে চারিদিক।

------------------------------------------------------------------

No comments:

Post a Comment