কবি পরিচিতি : আমি আরতি সেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে থাকি।
আমি গৃহবধূ। আমি একজন সেলাই শিক্ষিকা। বাংলা আমার প্রিয় বিষয়। আমি ছোট থেকে কবিতা ও গল্প লিখতে ও পড়তে ভালোবাসি।
কবিতা বেশি লিখি।
আমি একজন কলম সৈনিক। আমি বেশির ভাগ মেয়েদের নিয়ে ও প্রকৃতিকে নিয়ে কবিতা লিখতে ভালোবাসি।
-----------------------------------------------------------
খ্যাতি
হঠাৎ সব বেসুরো
কাটা সুর হয়তো মিলবে।
হারাবে আসল সুর।
খ্যাতি কি আর এমনি আসে।
যেমন করে সন্তান কে পালন করে মা,
এক দুদিনেই খ্যাতির শিখরে চড়বো,
কারো কাঁধে পা রেখে, এও কি সম্ভব
পর্বতের শিখর জয় করে যারা
অনেক প্রস্তুতি লাগে।
কি ভেবেছো অহংকার দিয়ে এগিয়ে যাবে
কচছপ খরগোশের গল্পের মতো।
মশৃন পথ পেয়ে খুব হাঁটতে ভালো লাগে।
একট মশৃণ পথ বানাতে কত ত্যাগ আছে
তোমার কল্পনা সেখানে পৌঁছাতেই পারবে না।
গুড়ে বালি দেবো না। সে স্বভাব নেই
নিজের ক্ষমতার বেদি স্থপন কর।
সেখানে প্রতিষ্ঠা কর নিজের কৃতিত্ব।।
-----------------------------------------------------------
'মা
তোমার ভালোবাসা নয় শুধু মাত্র বিন্দু
তোমার ভালোবাসা সপ্তসাগর মহাসিন্ধু।
তোমার ভালোবাসার অতলে আমি হারায়
জনম ফুরালেও তল খুঁজে না পাই।
জীবন কালে পাশে ছিলে, মৃত্যুর পরেও হাত বাড়লে।
যাতে পথ না হারায়, ভুল করলে পথ দেখাও
ভয় পেলে অভয় দাও, স্বপ্নে আসো স্বপ্নে যাও
কাঁদলে পরে চোখ মোছাও।
এমন কি মন্ত্র জানো, দুঃখ পেলে মনটা পড়ো
খিদে পেলে খাইয়ে দাও।
কোন ধাতুতে বিধাতা তোমায় গড়েছো বলো।
তুমি জগতে সবচেয়ে ভালো।
তোমার চোখে আমার শত দোষ ঢ়েকে যায়।
শাসন করো, আবার বুকে টেনে নাও।
------------------------------------------------------------
বিস্ময় সন্তান
ওরা অদ্ভূত, যেন দেবদূত
বিস্ময় সন্তান।
ওরাও তো ঈশ্বরের অবদান।
উজ্জ্বল গভীর চোখ দুটি
দুচোখ ভরা বিস্ময়ের দ্যুতি।
চাইনা কারো ক্ষতি, হয়না দুর্মতি।
সাদাসিধে সহজ সরল মন।
করেনা কোন কিছুর ভ্রুকুটি
কোন কাজে নেই ত্রুটি।
খেলাধুলা, আঁকা, গান, নাচ
সাঁতার,এক্সারসাজ যোগব্যয়াম
সব পারে এরা, সকল কাজেই সেরা।
ওরা পারেনা এমন কাজ নাই।
কখনো শরীরে, কখনো মনে হলেও অসহায়,
হার মানে না এরা ঈশ্বরের কৃপায়।
প্রেমপূর্ণ মন, নয় সাধারণ
সকলকেই অকাতরে ভালোবাসে।
যে ভালোবাসে তাকে ভালোবাসে।
চোখে মুখে সর্বদা হাসি লেগে থাকে।
মনে নেই পাপ, হয় নিস্পাপ।
ঈশ্বর সর্বদা সাথে থাকে।
সকলে ভালোবেসে কাছে টেনে নাও।
তোমার ভালোবাসায় থাকলে
আমার আর কোন দুঃখ নাই।
.-----------------------------------------------------------------
No comments:
Post a Comment