Wednesday, 29 July 2020

কবিতা : শিবানী মণ্ডল

কবি পরিচিতি : শিবানী মণ্ডল।


আমি গৃহবধূ এবং একজন স্কুল শিক্ষিকা। বই পড়তে ভালোবাসি। অল্পস্বল্প লেখা-লেখির  সঙ্গে যুক্ত।

---------------------------------------------------------------

সময় ভাঙন

            
স্তব্ধতার শিকার,
ঘড়ির কাঁটা চুল্লি!

পাথর ভাঙা অঙ্কুর হাতে সময়।

মাকড়সার পাহাড়ে 
প্রতিহিংসার ভাঙন।
সাবধানী জীবন ধারায়
পাল্টায় রুদ্ধশ্বাস চলন!

ধোঁয়াটে কাঠিন্যতায় নিকোটিন সুর
প্রাণবন্ত জীবন ছড়িয়ে দেখতে পায়,
ঝাপটানো মুখের কল্পিত গল্প।

আকারের পাঁচ আঙুল জড়িয়ে মুঠো শোক।

উদাস গাছ-মই খাদের কিনারে,
অবসাদের সড়ক জুড়োতে চায় আলুনি জীবন!

একাত্মতার মূর্ছনায় ভরে ওঠে
কুয়াশা মথিত ব্যাপ্তির নৈঃশব্দ...।।

----------------------------------------------------------------

সুখ পৃথিবী
        

শেষ আদরটুকু দিয়ে;
পরিশ্রান্ত, ক্ষুধার্ত দেহ,
প্লাটফর্মেই নিশ্চিন্ত, নিস্তব্ধ, নিঝুম!
উড়েগেল একরত্তি শিশুর আদরবাসা যাপন!
আর কোনদিন ছোঁয়া হবেনা সুখের দেওয়াল।
তবু ব্যর্থ কড়ানাড়া, সুতীক্ষ্ণ প্রতীক্ষার সাদাপাতা জুড়ে।
তোমার তুলসী, চন্দনে চরণামৃত নয় দয়াময় ঈশ্বর!
মুষ্ঠিবদ্ধ হাত চায় মায়ের গন্ধমাখা ভাত...!
সে দ্যাখে খাটিয়ায় দুলতে দুলতে
চলে গেলো তার পৃথিবী...
শব হয়ে যাওয়া
নিথর, নীরব
মা!

--------------------------------------------------------------

চাকা


পাঞ্চজন্যের হিসেবের কড়িতে
কুমারীত্বের ত্রিকোণ কাগজে আঁকা
মাতৃ স্নেহের পিপাসা...!

স্বীকৃতির শূন্য গহ্বরে,
গড়িয়ে গিয়েছে ভাগ্যের চাকা!

হিসেবের ঘুঁটি সাজিয়ে
কর্কশ ইতিহাসের পাতা
কখনো পাশার দানে,
কখনো মাতৃত্বের স্তব্ধ অস্তিত্বে
যুযুধান প্রাণে আজও লাঞ্ছিত,
পৌরুষ কৃত লাঞ্ছনার...
সশব্দ  ক্ষণ!

------------------------------------------------------------------

No comments:

Post a Comment