Wednesday, 29 July 2020

কবিতা : ভক্তগোপাল ভট্টাচার্য

কবি পরিচিতি : ভক্ত গোপাল ভট্টাচার্য 

আত্রেয়ী নদীপাড়ে, খিদিরপুর গ্রামে জন্ম। একজন অতিসাধারণ মানুষ,
ভালোবাসতে চাই প্রকৃতি, মানুষ, আকাশ, বাতাসকে। যেদিন সবাই ভালোবাসবে , সেদিন কলি ফুটে গন্ধছড়াবে ,
আত্ম প্রকাশ ঘটবে ক্ষুদ্র এক মানুষের।  

------------------------------------------------------------------

ভবিষ্যৎ  কি
   

  শ্লথ  হচ্ছে  পথচলা 
আজ পুস্পগুলি একে একে  খুলে পড়ছে 
     শুষ্ক  হয়ে  যায়  মালা
পুরানো স্মৃতি  ভীষণ  ভার 
অভ্যর্থনা  অতিক্রান্ত  অপরাহ্ন  , আচ্ছন্ন 
    অপরিমান  অন্ধকার  , আদিম হৃদয় ।
           দীর্ঘ   ধৈর্য   প্রতিক্ষা 
মন  ছুঁতে  গিয়ে  সন্দেহ, অন্তরের বসন্ত, চাঁপা 
সত্যি  কী আশ্চর্য, চুপ করে  সব সহ্য 
    অদ্ভুত  এক  সময়ে  পথচলা ।
পেরিয়ে  যাওয়া  দিন গুলি ভালই ছিলো 
আধুনিক  থেকে, অতি  আধুনিকতার ছোঁয়ায় পুড়ছি 
 বিজ্ঞান  প্রযুক্তির  খেলায়  মত্ত রাজারা 
   তৃষ্ণার   চেনা  ডাক  হারিয়ে।
গ্রাম  শহর  সমুদ্রে হাবুডুবু  খেতে খেতে 
  হারিয়ে  যাবে কি  ?  কিছু  প্রজন্ম...
         শক্তিমান   তরুণ  তরুণী
  বোকা  বাক্স নিয়ে, আনন্দে মাতোয়ারা 
পৃথিবীর  বর্তমান  অন্ধকার, ভবিষ্যৎ কি...।

-------------------------------------------------------------

শেয়াল মামা
  

শেয়াল  মামা  শেয়াল মামা ।
চললে  কোথায়  বলবে না  ।।
এখন  কোনো  কথা  হবে  না ।
জানিশ না  দাপটে চলছে করোনা ।।
এখন  মোদের  কেউ ভাবেনা ।
পালিয়ে  মোদের  প্রাণ বাঁচেনা।।
আচ্ছা  ছিলো  ভালো ছিলো ।
কেনো  যে  এমন  হলো ।।
  গরু  ছাগল ভেড়া ।
 দিচ্ছে   সবাই  তাড়া ।।
ঘুমিয়ে  আছে  মহাগুনণি  জন ।
    দেয়   না   কেউ   দীক্ষা ।।
আমরা  সবাই  ভেবে  মরি ।
বাঁচার  নেই   শিক্ষা ।।
শেয়াল মামা বুদ্ধি  তোমার খুব আছে ।
এখন  সবাই   তাকিয়ে   আছে ।।
দেশের    যত     রাজা ।
খায়  যে সব  ঠোঙা ভরা তিলের খাঁজা
     খেতে  ভারি  মজা ।।
বসে  থাকে চুপটি  করে ।
মানুষ   কত  মড়ে ।।
শুধু  বলে  কথাটি  মোর  শোনো ।
নাহি  তার জবাব  কোনো ।।

-------------------------------------------------------------

লক্ষ  লক্ষ  গর্ত 
         

পৃথিবী   জুড়ে  লক্ষ  লক্ষ  গর্ত 
নোনা, ধরে  গেছে  ইটে
 বালি সিমেন্টের  কোনো  জোড়  নেই 
পাশে  পড়ে  আছে  অ্যান্টিবায়োটিক
সর্বদা  জোড়া  লাগানো  তা দিয়ে ।
নতুন  নতুন  ভাইরাস  তৈরিতে ব্যস্ত 
অ্যান্টিভাইরাসে   শুধু  গবেষণা 
যে দিকে তাকাই  শুধু  ফাটল
          দেখে   ভয়  ধস ...
ভেঙ্গে  পড়ছে  আমাদের  গায়ে  ।
রাজারা  শুধু   রাজ  কাজে ব্যস্ত 
  কেউ   ভাবেনা  প্রজাদের  কথা 
ঘুড়ির  সুঁতো  কাটাকাটি খেলায় ব্যস্ত ।
শরীরের  ঘাম নিয়ে  ব্যবসা করে
নেশা করে  নিজেদের  উদার বলে, অপমান...
এরা  চুপি চুপি  যুদ্ধ  যুদ্ধ খেলতে ভালোবাসে
দাঁতে - দাঁত  চেপে গল্প বলে সুরক্ষা  গচ্ছিত  রাখে
রণভূমি, ভারী হয়ে  নামে  কুয়াশা 
রূটমার্চ  মিলিয়ে  যায়  দিগন্তের  দিকে  ।
আকাশ  ভরে  শুধু  চিতাভস্ম 
কোনো  শান্তি  নেই, অশান্তির  ঢেউ
শুধু  জিঙ্গাসা, প্রশ্ন  বলা ,  কর্তার  উত্তর 
স্পষ্ট  বাদিদের  মার্জনা করে  না কেউ...।
যতই  ক্ষত বিক্ষত  হোক;  পৃথিবীটাকে
নিজের  ঘর  ভাবো , সুন্দর  দেখবে  তবে।  

-----------------------------------------------------------------

No comments:

Post a Comment